বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক নির্মাণ-শ্রমিকের। বৃহস্পতিবার,সোনারপুরের বিদ্যাধরপুর এলাকায়। মৃতের নাম রিপন হালদার (৩৩)। বাড়ি বারুইপুরের বেলেগাছিতে।স্থানীয় সূত্রের খবর, বিদ্যাধরপুরে একটি বাড়ি তৈরির কাজে যুক্ত ছিলেন রিপন। এ দিন কাজচলাকালীন রিপনের হাতে থাকা নির্মাণকাজে ব্যবহৃতলোহার রড বিদ্যুৎবাহী হাইটেনশন তারে গিয়ে লাগে। তাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাস্তায় ছিটকে পড়েন ওই যুবক। হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়।পুলিশ দেহ ময়না তদন্তে পাঠিয়েছে।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)