নগদ টাকা ও কয়েক লক্ষ টাকার গয়না চুরি করার পরে খাওয়ার টেবিলে বসে মাছ-ভাত খেয়ে, এঁটো থালাবাসন চোরেরা ছড়িয়ে রেখে গিয়েছে বলে অভিযোগ করলেন ওষুধ ব্যবসায়ী। বৃহস্পতিবার রাতে ভাটপাড়া পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের কাঁটাডাঙা এলাকার এই ঘটনায় হতবাক পরিবারের লোকজন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওষুধ ব্যবসায়ী প্রদীপকুমার ঘোষ ভাইফোঁটা উপলক্ষে সপরিবার আত্মীয়ের বাড়ি গিয়েছিলেন।
প্রদীপ ভাইফোঁটা সেরে ফিরে বন্ধুদের সঙ্গে নৈহাটি গিয়েছিলেন কালীপুজো দেখতে। শুক্রবার সকালে বাড়ি ফিরে দেখেন, ঘরের সব জিনিস ছড়িয়ে রয়েছে। আলমারি ভাঙা। ওই ব্যবসায়ীর দাবি, ‘‘সোনা ও রুপোর গয়না-সহ দামি বহু জিনিপত্র ও নগদ টাকা নিয়ে গিয়েছে চোরেরা। টেবিলে রাখা ভাত, তরকারি, মাছ খেয়ে, বাসন ছড়িয়ে রেখে গিয়েছে।’’ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)