বিষক্রিয়ায় মৃত্যু হল এক যুবকের। শুক্রবার, ভাঙড়ের চন্দনেশ্বর থানার ঘোঁজেরমাঠ এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মিরাজুল মোল্লা (২৫)। তাঁর পরিবারের অভিযোগের ভিত্তিতে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, মিরাজুলের সঙ্গে বছর চারেক আগে বিয়ে হয় উত্তর কাশীপুর থানা এলাকার চালতাবেড়িয়ার মঞ্জুআরা বিবির। তাঁদের একটি পুত্রসন্তান রয়েছে। দিন কয়েক আগে পারিবারিক অশান্তির জেরে মঞ্জু মা-বাবার বাড়িতে চলে যান। শুক্রবার মিরাজুল শ্বশুরবাড়িতে যান স্ত্রীকে আনতে। সেখানে তাঁর সঙ্গে শ্বশুরবাড়ির লোকজনের নানা বিষয়ে ঝগড়া হয় বলে অভিযোগ। তাঁর স্ত্রী বাড়ি ফিরতে চাননি। এর পরে মিরাজুল বাড়ি চলে আসেন। পরে স্ত্রীকে ফোন করে বাড়ি আসার জন্য অনুরোধ করেন। তার পরেও ফেরেননি তিনি। এর পরেই মিরাজুল বাড়িতে থাকা ঘাস মারার রাসায়নিক খেয়ে ফেলেন বলে অভিযোগ। চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে জানান। পুলিশ দেহ ময়না তদন্তে পাঠিয়েছে।
শনিবার মিরাজুলের পরিবার চন্দনেশ্বর থানায় শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ করে।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)