নকল প্রসাধনী দ্রব্য প্যাকিংয়ের এক কারখানায় হানা দিয়ে কয়েক লাখ টাকার সামগ্রী বাজেয়াপ্ত করল পুলিশ। গ্রেফতার এক যুবক। দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড় থানার এলাকার চন্দনেশ্বর বাজার এলাকার ঘটনা।
সম্প্রতি ভাঙড় এবং আশপাশের এলাকা থেকে পুলিশের কাছে খবর যায়, বাজারে নামি কোম্পানির তেল, সাবান, ক্রিম ইত্যাদি বলে যা বিক্রি হচ্ছে তাতে ভেজাল থাকছে। এলাকার মানুষের অভিযোগ পেয়ে তদন্তে নামে ভাঙড় থানার পুলিশ।
তদন্তে নেমে পুলিশ জানতে পারে চন্দনেশ্বর বাজার এলাকার একটি বাড়িতে এই সব নকল দ্রব্য প্যাকিংয়ের কাজ চলে। এরপরই বুধবার দুপুরে ওই বাড়িতে হানা দেয় পুলিশ। বাড়ি থেকে উদ্ধার হয় নামি কোম্পানির প্যাকেটে ভরা নকল প্রসাধনী দ্রব্য।