জঙ্গলে ছেড়ে দেওয়া হল কুলতলির লোকালয়ে ঢুকে পড়া বাঘকে। মঙ্গলবার কুলতলির মেরিগঞ্জ-২ এর শেখপাড়া এলাকা লাগোয়া জঙ্গলে ঘুমপাড়ানি গুলি ছুড়ে কাবু করা হয় রয়্যাল বেঙ্গল টাইগারকে। তার পর খাঁচাবন্দি করে তাকে নিয়ে যাওয়া হয়েছিল ঝড়খালি ব্যাঘ্র প্রকল্পে। সেখানে চিকিৎসার পর বুধবার সকাল ৬টা ৫৫ মিনিটে পূর্ণবয়স্ক পুরুষ বাঘটিকে রামগঙ্গা রেঞ্জের ধূলিভাসানি জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। নিরাপদেই সে জঙ্গলে চলে গিয়েছে বলে জানিয়েছেন বন দফতরের আধিকারিকরা।