Advertisement
২৬ এপ্রিল ২০২৪
কর্ম সংস্থান/ ৭
basanti

সরকারি চাকরি অধরাই, জরির কাজ বেছে নিয়েছেন বিএ পাস আমিনা

বাসন্তীর ভাঙনখালি গ্রামের বাসিন্দা আমিনা অনেক লড়াই করে ২০১৭ সালে বিএ পাশ করেন। সরকারি চাকরির পরীক্ষা দিতে থাকেন তারপর থেকে। ২০১৯ সালে বিয়ের পরেও চাকরির চেষ্টা চলতে থাকে।

আমিনা খাতুন হালদার।

আমিনা খাতুন হালদার।

প্রসেনজিৎ সাহা 
বাসন্তী শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২২ ০৬:৩৪
Share: Save:

একাধিক সরকারি চাকরির পরীক্ষায় বসেও বিফল মনোরথ হয়েছেন আমিনা খাতুন হালদার। দরিদ্র পরিবারের স্নাতক বধূ এখন গ্রামে জরির কাজ করে সংসারে সাহায্য করেন।

বাসন্তীর ভাঙনখালি গ্রামের বাসিন্দা আমিনা অনেক লড়াই করে ২০১৭ সালে বিএ পাশ করেন। সরকারি চাকরির পরীক্ষা দিতে থাকেন তারপর থেকে। ২০১৯ সালে বিয়ের পরেও চাকরির চেষ্টা চলতে থাকে।

কিন্তু চাকরি পাননি। এখন পাওয়ার আশাও ছেড়ে দিয়েছেন।

স্বামী আলতাফ হালদার সোনারপুরে একটি রেস্তরাঁয় কাজ করেন। সেই উপার্জনে সংসার চালানো কঠিন। ইদানীং জরির কাজ শুরু করে সামান্য আয় করছেন আমিনা। তাতে কিছুটা সুরাহা হয়েছে।

আমিনা বলেন, “ছোট থেকেই অভাবের মধ্যে বড় হয়েছি। অনেক কষ্ট করে বাবা-মা পড়াশোনা করিয়েছেন। ভেবেছিলাম, চাকরি-বাকরি করব, বাবা-মায়ের অবলম্বন হব। কিন্তু তা আর হল না।”

আমিনা বলেন, “অনেক চেষ্টা করেও চাকরি পাইনি। এখন আর চেষ্টা করি না। জরির কাজ করে মাসে হাজার চারেক টাকা আয় হয়। আপাতত তাতেই সন্তুষ্ট থাকতে চাই।”

—নিজস্ব চিত্র

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

basanti Unemployment Government Jobs
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE