Advertisement
০৯ মে ২০২৪
Gaighata

ঠাকুরবাড়িতে আসতে পারেন অমিত শাহ

সিএএ কার্যকর করা নিয়ে অমিত তাঁর বক্তব্যও জানাবেন বলে জানিয়েছেন শান্তনু।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
গাইঘাটা শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২০ ০২:৫৭
Share: Save:

মতুয়া ক্ষোভের আঁচ পৌঁছেছে দিল্লিতে। প্রকাশ্যেই হতাশার কথা জানিয়েছেন অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি তথা বনগাঁর বিজেপির সাংসদ শান্তনু ঠাকুর। গেরুয়া শিবির সূত্রের খবর, শীঘ্রই ঠাকুরবাড়িতে আসতে পারেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শান্তনুর দাবি, কলকাতায় ডেকে বিজেপি নেতৃত্ব তাঁকে এ কথা জানিয়ে দিয়েছেন। সিএএ কার্যকর করা নিয়ে অমিত তাঁর বক্তব্যও জানাবেন বলে জানিয়েছেন শান্তনু।

সোমবার রাতে কলকাতায় শান্তনুর সঙ্গে বৈঠক করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়, বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায় সহ বঙ্গ বিজেপির প্রথমসারির নেতারা। সূত্রের খবর, বৈঠকে শান্তনু সিএএ কার্যকর না হওয়াতে তাঁর উপর যে মতুয়াদের চাপ বাড়ছে সে কথাও মনে করিয়ে দেন। মঙ্গলবার টেলিফোনে শান্তনু বলেন, ‘‘ আমাকে জানানো হয়েছে সম্ভবত জানুয়ারি মাসের ১৯ অথবা ২০ তারিখ স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরনগরে শ্রীধাম ঠাকুরবাড়িতে আসছেন। এখানে এসে উনি সিএএ কার্যকর করা নিয়ে বক্তব্য জানাবেন।’’ তৃণমূলের মমতা ঠাকুর তাঁকে একসঙ্গে কাজ করার বার্তা দিয়েছেন। সে প্রসঙ্গে সাংসদ বলেন, ‘‘আমার সঙ্গে আগে আলোচনা করুন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE