পানিহাটি উৎসবের মাঠ থেকে তুলে নিয়ে গিয়ে এক যুবককে পেটানো এবং পরে তাঁর মৃত্যুর ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করল পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজ দেখে চিহ্নিত করে বৃহস্পতিবার রাতের মধ্যেই অভিযুক্তদের ধরে খড়দহ থানার পুলিশ। তন্ময় সরকার নামে ওই যুবকের মৃত্যুর ঘটনায় খুনের মামলা দায়ের হয়েছে।
পুলিশ জানিয়েছে ধৃতেরা হল দীপ অধিকারী, দেবজিৎ দাস, শিবম দাস ওরফে তাতান, আকাশ নস্কর ওরফে বুড়ো ও আকাশ মাহাতো। তারা খড়দহ ও ঘোলা থানা এলাকার বাসিন্দা। ধৃতদের কেউ অনলাইন সংস্থার ডেলিভারি বয়, কেউ মিস্ত্রি। গত ২৮ ডিসেম্বর রাতে প্রত্যেকেই পানিহাটি উৎসবে গানের অনুষ্ঠান দেখতে গিয়েছিল। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার (সেন্ট্রাল) ইন্দ্রবদন ঝা বলেন, ‘‘পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।’’ সূত্রের খবর, ধৃতেরা সকলেই প্রাথমিক জেরায় মারধরের কথা স্বীকার করেছে।
২৮ ডিসেম্বর তিন বন্ধুর সঙ্গে পানিহাটি উৎসব ও মেলায় গানের অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন তন্ময়। সেখানে নাচানাচির সময়ে ধৃতদের দলের সঙ্গে ধাক্কা লাগে তন্ময়দের। তাতে দুই তরফে বচসা বাধে। জানা যাচ্ছে, ধৃতেরা মত্ত অবস্থায় ছিল। বচসা থেকে শুরু হয় হাতাহাতি। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এলে সবাই পালানোর চেষ্টা করে বলে দাবি পুলিশের। জানা যাচ্ছে, সেই সময়েই তন্ময় তাঁর বন্ধুদের থেকে আলাদা হয়ে যান। সেই সুযোগে ধৃতেরা দলবল নিয়ে তন্ময়কে তুলে নিয়ে যায়। এবং উৎসব স্থলের কিছুটা দূরেই একটি গলিতে ঢুকিয়ে বেধড়ক পেটানো হয় তাঁকে। কোনও মতে পালিয়ে বাড়ি গিয়ে বমি শুরু হয় ওই যুবকের। হাসপাতালে চিকিৎসাধীন থাকার পরে বুধবার রাতে তাঁর মৃত্যু হয়। বৃহস্পতিবার খড়দহ থানায় খুনের অভিযোগ দায়ের করে তন্ময়ের পরিবার।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)