Advertisement
১১ মে ২০২৪
Arabul Islam

ভাঙড়ের মানুষকে শান্তিতে রাখুন, মা সরস্বতীর অসীম ক্ষমতা, পুজো উদ্বোধনে আরাবুলের প্রার্থনা

নিউ টাউন লাগোয়া কলকাতা লেদার কমপ্লেক্স থানার কুলবেড়িয়া গ্রামে এ বার সরস্বতী পুজোর থিম আমেরিকার স্ট্যাচু অফ লিবার্টি। বুধবার সন্ধ্যায় সেই পুজোর উদ্বোধন করেন আরাবুল ইসলাম।

পুজো উদ্বোধনে আরাবুল ইসলাম।

পুজো উদ্বোধনে আরাবুল ইসলাম। — নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
ভাঙড়  শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২৩ ১১:০৯
Share: Save:

তৃণমূল এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ)-এর মধ্যে সংঘর্ষের জেরে গত কয়েক দিন ধরে তপ্ত ভাঙড়। এই আবহে সেই ভাঙড়ে সরস্বতী পুজোর উদ্বোধন করে এলাকাবাসীর জন্য শান্তি প্রার্থনা করলেন এলাকার তৃণমূল নেতা আরাবুল ইসলাম। বুধবার ভাঙড়ের কুলবেড়িয়া এলাকায় একটি সরস্বতী পুজোর উদ্বোধন করেন তিনি।

নিউ টাউন লাগোয়া কলকাতা লেদার কমপ্লেক্স থানার কুলবেড়িয়া গ্রামে এ বার সরস্বতী পুজোর থিম আমেরিকার স্ট্যাচু অফ লিবার্টি। প্রায় ১৩০ ফুট উঁচু ওই পুজোমণ্ডপ। সঙ্গে রয়েছে লেজার রশ্মির খেলা। বুধবার সন্ধ্যায় সেই পুজোর উদ্বোধন করেন আরাবুল। তার পর ওই তৃণমূল নেতা বলেন, ‘‘ছাত্রছাত্রীরা শিক্ষা, জ্ঞান, বুদ্ধি লাভ করার জন্য মা সরস্বতীর আরাধনা করে। আজকের দিনটা তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে বড়রাও আজ সরস্বতীর আরাধনা করেন। কারণ, বড়রাও শিখতে চান, জানতে চান, তাঁরাও উপলব্ধি করতে চান।’’ এর সঙ্গেই তাঁর সংযোজন, ‘‘মা সরস্বতীর কাছে আমাদের প্রার্থনা, উনি যেন ভাঙড় এলাকার মানুষকে শান্তিতে রাখেন। শিক্ষা দেন। শিশুদের যেন জ্ঞান, বুদ্ধি দেন। মা সরস্বতীর অসীম ক্ষমতা। তাঁর কৃপায় এলাকার শিশুদের জীবন তৈরি হোক।’’

কয়েক দিন ধরেই অশান্ত ভাঙড়। গত শনিবার ভাঙড়ের হাতিশালা এলাকায় তৃণমূল এবং আইএসএফের মধ্যে সংঘর্ষের পর পাঁচ দিন কেটে গেলেও এলাকার পরিস্থিতি থমথমে। এই পরিস্থিতিতেই সরস্বতী পুজোর উদ্বোধনে উপস্থিত হয়ে এলাকায় শান্তির আহ্বান আরাবুলের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Arabul Islam TMC Bhangar Saraswati Puja 2023
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE