Advertisement
০৭ মে ২০২৪
Arjun Singh

দু’বছর ছিলাম না, বহু ‘অ্যাক্সিডেন্টাল’ নেতা তৈরি হয়েছে, মন্তব্য তৃণমূল নেতা অর্জুনের

সোমবার কেন্দ্রের নীতির বিরুদ্ধে জগদ্দলে প্রতিবাদ সভার আয়োজন করেছিল তৃণমূল। সেই সভা থেকেই দলের একাংশকে নিশানা করলেন অর্জুন।

Picture of TMC leader Arjun Singh.

ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহ। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
জগদ্দল শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:৪০
Share: Save:

বছর দুয়েক অন্য দলে ছিলেন তিনি। সেই সুযোগে দলে অনেক ‘অ্যাক্সিডেন্টাল’ নেতা তৈরি হয়েছে, যাঁরাই মূলত ‘দুর্নীতি’ করেছেন। উত্তর ২৪ পরগনার জগদ্দলের সভা থেকে এমনটাই দাবি করলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহ।

সোমবার কেন্দ্রের নীতির বিরুদ্ধে জগদ্দলে প্রতিবাদ সভার আয়োজন করেছিল তৃণমূল। সেই সভা থেকেই দলের একাংশকে নিশানা করলেন অর্জুন। বলেন, ‘‘আমি ভুল বুঝে দু’বছর অন্য দলে ছিলাম। তার মাঝে দলে অনেক অ্যাক্সিডেন্টাল নেতা তৈরি হয়েছে। তাঁরাই দলের গায়ে কালি লাগাচ্ছেন। দলের স্বচ্ছ ভাবমূর্তি নষ্ট করছেন।’’ ‘দুর্নীতিগ্রস্ত’ সেই সব নেতাদের হুঁশিয়ারি দিলে অর্জুন বলেন, ‘‘তাঁদের কোনও ভাবে রেয়াত করা হবে না।’’ তাঁর দাবি, দলে থেকে নেতা সেজে অনেকে ঠিকাদারি করছেন। যা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের বিরুদ্ধাচরণ বলেই মত অর্জুনের। সেই সব নেতার বিরুদ্ধে দলীয় কর্মীদের রুখে দাঁড়ানোরও পরামর্শ দেন তিনি। সেই সঙ্গে বলেন, ‘‘অটোচালকদের বলছি, কেউ এক টাকা চাইলেও দেবেন না।’’

অর্জুনের মন্তব্যের প্রেক্ষিতে বিজেপির বারাসত সাংগঠনিক জেলা সভাপতি তাপস মিত্র বলেন, ‘‘নিচুতলাকে হুঁশিয়ারি দিয়ে কিছু হবে না। শুরু করতে হবে উপরতলা থেকে। দুর্নীতির ৭৫ শতাংশ টাকা কালীঘাটে যায়। দুর্নীতিমুক্ত করার যাত্রা সেখান থেকেই শুরু করুন অর্জুন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Arjun Singh
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE