Advertisement
১৯ এপ্রিল ২০২৪

বাগদায় আগুনে ভস্মীভূত বাড়ি

আগুনে পুড়ে ছাই হল পরপর চারটি বাড়ি। রবিবার সকাল সাড়ে ৯টা নাগাদ ঘটনাটি ঘটেছে বাগদার বাণেশ্বরপুর এলাকায়। প্রাথমিক তদন্তের পর পুলিশ ও দমকলের অনুমান, উনুন থেকে ওই আগুন লেগেছে।

আগুন নেভাতে ব্যস্ত দমকল কর্মীরা।  নিজস্ব চিত্র।

আগুন নেভাতে ব্যস্ত দমকল কর্মীরা। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
বাগদা শেষ আপডেট: ০৯ মে ২০১৬ ০২:১১
Share: Save:

আগুনে পুড়ে ছাই হল পরপর চারটি বাড়ি। রবিবার সকাল সাড়ে ৯টা নাগাদ ঘটনাটি ঘটেছে বাগদার বাণেশ্বরপুর এলাকায়। প্রাথমিক তদন্তের পর পুলিশ ও দমকলের অনুমান, উনুন থেকে ওই আগুন লেগেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাণেশ্বরপুর এলাকার বাসিন্দা আবদুল কাদের মণ্ডলের চার ছেলের পরপর বাড়ি। বাড়িগুলি টিন টালি ও কাঠের। তাঁদের এক আত্মীয় বনগাঁ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ওই আত্মীয়ের জন্য রান্না করে বাড়ির মহিলারা হাসপাতালে যান। সে সময় উনুনে আগুন জ্বলছিল। পুলিশের অনুমান, পাশে কাঠ ছিল উনুনের আগুন ওই কাঠে লাগে। এরপরেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দারা প্রাথমমিক ভাবে জল ঢেকে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে বনগাঁ থেকে দমকল বাহিনীর দুটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আধ ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। যদিও দমকল বাহিনীর গাড়ি ঘটনাস্থলে দেরি করেছে এই অভিযোগ তুলে বাসিন্দারা ক্ষোভ দেখান। চারটি বাড়ির সমস্ত জিনিসপত্র পুড়ে গিয়েছে। আসাদুল মণ্ডল নামে এক ব্যক্তি বিদেশি যাবেন বলে সুদ করে দেড় লক্ষ টাকা বাড়িতে রেখেছিলেন। সে টাকাও পুড়ে গিয়েছে বলে তাঁদের দাবি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

fire ablaze bagda
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE