Advertisement
১৮ মে ২০২৪

পছন্দের প্রার্থী দিয়ে স্বমহিমায় আরাবুল ইসলাম

মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল, পুরনো সদস্যদেরই প্রার্থী করার ব্যাপারে জোর দিতে হবে। তা সত্ত্বেও পোলেরহাট ২ গ্রাম পঞ্চায়েতের ১৬ জন জয়ী সদস্যের মধ্যে ৬ জনকে মনোনয়ন জমা দিতে না দেওয়ায় দলীয় কর্মীরা আরাবুলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন।

নিজস্ব সংবাদদাতা
ভাঙড় শেষ আপডেট: ১০ এপ্রিল ২০১৮ ০২:২৩
Share: Save:

বিরুদ্ধে গোষ্ঠীর প্রার্থীদের মনোনয়ন ‘আটকে দিয়ে’ খাস তালুকে নিজের দাপট বজায় রাখলেন আরাবুল ইসলাম। ভাঙড় ২ ব্লকের পোলেরহাট ২ পঞ্চায়েতে বিরুদ্ধে গোষ্ঠীর ৬ জন জয়ী সদস্যের প্রার্থীপদে মনোনয়ন রুখে দেওয়ার অভিযোগ উঠেছে আরাবুলের বিরুদ্ধে।

মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল, পুরনো সদস্যদেরই প্রার্থী করার ব্যাপারে জোর দিতে হবে। তা সত্ত্বেও পোলেরহাট ২ গ্রাম পঞ্চায়েতের ১৬ জন জয়ী সদস্যের মধ্যে ৬ জনকে মনোনয়ন জমা দিতে না দেওয়ায় দলীয় কর্মীরা আরাবুলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। ভাঙড়ে পাওয়ার গ্রিড বিরোধী আন্দোলনের পরে দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে কিছুটা কোণঠাসা হয়ে পড়েছিলেন আরাবুল। কিন্তু পঞ্চায়েত নির্বাচনের আগে ফের নিজের ‘ঘর গুছিয়ে’ নিয়েছেন বলে দলের অন্দরের খবর।

আরাবুলের বিরুদ্ধে গোষ্ঠী নান্নু হোসেনের অনুগামী ৬ জন পঞ্চায়েত সদস্যকে মনোনয়ন দিতে দেওয়া হয়নি অভিযোগ। পোলেরহাট ২ পঞ্চায়েতের প্রধান আরাবুল ইসলামের ছেলে হাকিমুল ইসলাম। আরাবুল নিজের মতো করে পোলেরহাট ২ পঞ্চায়েতে তাঁর অনুগামীদের প্রার্থী করেছেন বলে দলের একটি সূত্রের খবর।

প্রধান আসনটি মহিলা সংরক্ষিত হয়ে যাওয়ায় হাকিমুল হাকিমুল প্রার্থী হতে পারেননি। তবে দল তাঁর স্ত্রী শেফালি বিবিকে জেলা পরিষদে প্রার্থী করেছে। এক পঞ্চায়েত সদস্য বলেন, ‘‘যে আরাবুলকে নিয়ে পাওয়ার গ্রিড এলাকায় এত গণ্ডগোল, সেই আরাবুল নিজের মতো করে ওই পঞ্চায়েতে তাঁর অনুগামীদের প্রার্থী করেছেন। ভবিষ্যতে পাওয়ার গ্রিড বিরোধী আন্দোলকারীদের ঠেকাতে দলের পাশে আর কোনও কর্মী থাকবে না বলেই মনে হচ্ছে।’’

আরাবুল অবশ্য বলেন, ‘‘দলের নির্দেশেই প্রার্থী করা হয়েছে। আমার মত অনুযায়ী কিছুই হয়নি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE