গরু পাচার মামলায় গ্রেফতার হলেন বিজেপির এক নেতা। উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার পুলিশের হাতে পাকড়াও হয়েছেন তিনি। তা-ই নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। তৃণমূলের দাবি, গরু পাচার নিয়ে তাদের নেতাদের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে কালিমালিপ্ত করার চেষ্টা করে বিজেপি। কিন্তু বাস্তব পরিস্থিতি ঠিক উল্টো। অন্য দিকে, বিজেপির দাবি, রাজনৈতিক প্রতিহিংসার শিকার ওই নেতা।
পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম পরিতোষ মহালদার। তিনি বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ৭৭ নম্বর বুথের বিজেপি সভাপতি। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়েছে। ২০১৭ সালের গরু পাচার সংক্রান্ত একটি মামলায় তাঁকে পাকড়াও করা হয়েছিল। পরে জামিন পান। তবে আবার তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। মঙ্গলবার রাতে বনগাঁ থানার পুরাতন বনগাঁ এলাকা থেকে বিজেপি নেতাকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন:
বুধবার ওই নিয়ে বনগাঁ জেলা তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ দাসের খোঁচা, ‘‘আমরা বারংবার বলে আসছি। এ বার প্রমাণিত যে, বিজেপির লোকেরাই গরু পাচারের সঙ্গে যুক্ত। নানা অসামাজিক কাজকর্মের সঙ্গে তাঁরা যুক্ত।’’