Advertisement
২১ মে ২০২৪

শমীকের মুখে মুখ্যমন্ত্রীর প্রশংসা

উন্নয়নের কাজে তাঁকে সাহায্য করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ আরও পাঁচ মন্ত্রীর প্রশংসা করলেন বসিরহাট দক্ষিণ কেন্দ্রের বিজেপির বিধায়ক শমীক ভট্টাচার্য। রবিবার বসিরহাটের পার্টি অফিসে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘‘বসিরহাটের উন্নয়নের জন্য মাত্র দেড় বছর সময় পেয়েছিলাম।

ভ্যাবলাতে শমীক ভট্টাচার্য। নিজস্ব চিত্র।

ভ্যাবলাতে শমীক ভট্টাচার্য। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
বসিরহাট শেষ আপডেট: ২৯ ফেব্রুয়ারি ২০১৬ ০২:৫৮
Share: Save:

উন্নয়নের কাজে তাঁকে সাহায্য করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ আরও পাঁচ মন্ত্রীর প্রশংসা করলেন বসিরহাট দক্ষিণ কেন্দ্রের বিজেপির বিধায়ক শমীক ভট্টাচার্য।

রবিবার বসিরহাটের পার্টি অফিসে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘‘বসিরহাটের উন্নয়নের জন্য মাত্র দেড় বছর সময় পেয়েছিলাম। রাজ্যের মুখ্যমন্ত্রী-সহ সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, পার্থ চট্টোপাধ্যায়, রাজীব বন্দ্যোপাধ্যায়, শঙ্কর মুখোপাধ্যায় কেন্দ্রীয় মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু, স্মৃতি ইরানি, রাজনাথ সিংহের মত মানুষের সাহায্য না পেলে বসিরহাটের উন্নয়ন করা আমার একার পক্ষে সম্ভব হত না।’’ তিনি আরও বলেন, ‘‘আমি মানুষের কাজ করতে এসেছিলাম। তাই আমার কোনও দলের কারও প্রতি অভিযোগ নেই। বসিরহাটের মানুষের প্রয়োজনে যখন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছি তিনি আমাকে সাহায্য করেছেন। এমনকি বিজেপির সাংসদ জর্জ বেকার বসিরহাটের উন্নয়নে রাস্তা, পানীয়জলের কল এবং গার্ড ওয়াল করার জন্য ৫৫ লক্ষ টাকা দিয়েছেন।’’

রাজ্য সরকারের সাহায্য করেছে দেখে আজ ভ্যাবলায় রেল সেতুর কাজে সুবিধা হয়েছে বলে শমীকবাবু মনে করেন। রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে শমীক বলেন, ‘‘রাজ্য সরকার সাহায্য না করলে ভ্যাবলাতে রেল ব্রিজ হত না। এ জন্য রাজ্য সরকারের কাছে আমি কৃতজ্ঞ।’’

সম্প্রতি রেল বাজাটে বসিরহাটের ভ্যাবলা এবং চাঁপাপুকুর স্টেশন সংলগ্ন রাস্তায় ওভারহেড ব্রিজ করার কথা বলা হয়েছে। হাসনাবাদ-মাঝেরহাটের মধ্যে সকাল-সন্ধ্যা একজোড়া ট্রেন বাড়ানো হয়েছে। বারাসাত-হাসনাবাদের মধ্যে দ্রুত ডবল লাইনের কাজ শেষ করতে হবে। উত্তর দেবিপুরে হল্ট স্টেশন এবং হাসনাবাদ-হিঙ্গলগঞ্জের মধ্যে নতুন রেল লাইন করার সংস্থান রাখা হয়েছে। এ দিন সকালে শমীকবাবু ভ্যাবলা স্টেশনে পৌঁছলে একদল মানুষ তার গলায় মালা পরিয়ে দেন।

এরপরই শমীকবাবু একটি সাংবাদিক সম্মেলন করেন। ভোটের আগে এটিই তাঁর শেষ সাংবাদিক সম্মেলন বলে তিনি দাবি করেন। তাঁর কথায়, ‘‘শনিবার বিধাসনভায় শেষ বক্তব্য রেখেছি। আজ বিধায়ক হিসাবে শেষবারের মত আপনাদের সঙ্গে কথা বলছি।’’

প্রতিমা বিসর্জনের জন্য ইটিন্ডার পানিতর এবং টাউনহলের পিছনে কংক্রিটের ঘাটের কাজ খুব শীঘ্রই হবে বলে শমীকবাবু জানিয়েছেন। তিনশো কোটি টাকা ব্যায়ে খুব শীঘ্রই ব্যারাকপুর থেকে বসিরহাটে আর্সেনিক মুক্ত পানীয় জল আনা হবে বলেও তিনি জানান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BJP SamikBhattacharya political ChiefMinister
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE