বাড়ি লক্ষ্য করে বোমা। তার জেরে আগুন ধরে গেল সেই বাড়িতে। গুরুতর আহত দু’জন। কাঁচরাপাড়া ৭ নম্বর ওয়ার্ডের সুবোধ রায় সরণির ঘটনা। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ, দমকল বাহিনী। আগুন নেভানোর কাজ চলছে।
আরও পড়ুন:
রবিবার সকালে গান্ধী প্রাইমারি স্কুলের পাশে একটি বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। তার ফলে বাড়িটিতে আগুন ধরে যায়। দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় কল্যাণী জেএমএম হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে বীজপুর থানার পুলিশ। পাশাপাশি ওই ওয়ার্ডের পৌর প্রতিনিধি এবং ব্যবসায়ী সমিতির সম্পাদক ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন। স্থানীয়দের দাবি, দুই পক্ষের মধ্যে ‘পুরনো শত্রুতা’র কারণেই এই কাণ্ড ঘটানো হয়েছে।