Advertisement
২৭ এপ্রিল ২০২৪
BJP

নৈহাটিতে বিজেপির ২ অফিস ও কর্মীর বাড়িতে হামলার অভিযোগ

গরিফা বিজেপির দলীয় অফিসে ৩ বার আক্রমণ চালানো হল বলে অভিযোগ বিজেপির কর্মীদের।

নৈহাটিতে বিজেপি অফিসে হামলা। নিজস্ব চিত্র।

নৈহাটিতে বিজেপি অফিসে হামলা। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
নৈহাটি শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২০ ২০:৪৪
Share: Save:

নৈহাটিতে বিজেপির ২টি কার্যালয়ে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। গরিফা এবং মালঞ্চ এলাকায় বিজেপির অফিসে এই হামলা চালানো হয়। গরিফায় পার্টি অফিসে বোমা ছোড়া হয়। পুড়ে গিয়েছে অফিসের কিছু অংশ। মালঞ্চর অফিসে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ।

গরিফা বিজেপির দলীয় অফিসে ৩ বার আক্রমণ চালানো হল বলে অভিযোগ বিজেপির কর্মীদের। এ ছাড়াও গণেশ ঘোষ নামে এক বিজেপি কর্মীর বাড়িতেও বোমা ছোড়ে দুষ্কৃতীরা। পার্টি অফিস এবং কর্মীর বাড়িতে হামলার জন্য বিজেপির অভিযোগের তির তরফে তৃণমূলের দিকে।

স্থানীয় বিজেপি কর্মীদের দাবি, এলাকায় তাঁদের সংগঠন বাড়ছে। সেই কারণেই শাসক দল এমন পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। যদিও তৃণমূল কংগ্রেস এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি দাবি, বিজেপি কর্মীদের নিজেদের মধ্যে গোলমালের বহিঃপ্রকাশের ফল এগুলি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BJP Party Office Naihati
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE