কালী মন্দিরে বেদি তৈরি হচ্ছে। তার তদারকি করছেন মিজান মল্লিক, মুসা বিশ্বাস, রিয়াজুল মণ্ডল, মজনু মণ্ডলরা।
আর এক দিকে মুসলিম ভাইদের রাখি পরিয়ে দিচ্ছেন শম্পা কুণ্ডু, রেখা বিশ্বাস, পাপিয়া মণ্ডলেরা।
গত সপ্তাহ ভর অশান্ত থাকার পর ধীরে ধীরে ছন্দে ফিরছে বসিরহাট। এলাকায় শান্তি বজায় রাখতে এগিয়ে এসেছেন দু’পক্ষই। পাশের মহকুমা বনগাঁতেও একই ছবি দেখা যাচ্ছে।
বনগাঁ থানার পক্ষ থেকে সোমবার দুপুরে ঘাটবাওড়ে এক সম্প্রীতির মিছিলের আয়োজন করা হয়। সেখানে স্কুল পড়ুয়া থেকে শুরু করে দুই সম্প্রদায়েরই বহু মানুষ পা মেলান। ওই পদযাত্রায় ছিলেন বনগাঁ থানার আইসি সতীনাথ চট্টোরাজ, বনগাঁ উত্তর কেন্দ্রের বিধায়ক বিশ্বজিৎ দাস, ঘাটবাওড় গ্রাম পঞ্চায়েতের প্রধান জসমিন আরা খাতুন।
মিছিলে হাঁটলেন দুই সম্প্রদায়ের বহু মানুষ।
পদযাত্রার সামনে ছিল একটি বড় ব্যানার। তাতে লেখা ছিল, ‘ধর্ম, বর্ণ জাতির ঊর্ধ্বে জাগো।’ একই টোটোতে দু’পক্ষের দু’জন বসে স্বামী বিবেকানন্দ ও কাজী নজরুল ইসলামের বাণী বলছিলেন।
ওই মিছিল শেষে মুসলিম ভাইদের হাতে রাখি পরিয়ে দেন হিন্দু বোনেরা। মুসলমান দাদারা বোনদের দু’হাত ভরে আশীর্বাদও করেন। সব মিলিয়ে এ দিন এক সম্প্রীতির উৎসব পালন করল বনগাঁর ঘাটবাওড়।