খোলা ছাদ থেকে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক কিশোরের। বৃহস্পতিবার রাতে ওই দুর্ঘটনায় শোকস্তব্ধ দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের কবিন্দপুর এলাকা।
স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম বাচ্চু মণ্ডল। বয়স মাত্র ১৬ বছর। বারুইপুরে একটি মিষ্টির দোকানে কাজ করত ওই কিশোর। তার বাড়ি দক্ষিণ ২৪ পরগনারই কুলতলির নলগোড়া এলাকায়। বৃহস্পতিবার দোকান বন্ধের পর মালিকের বাড়ির ছাদে দাঁড়িয়ে মোবাইলে কথা বলছিল বাচ্চু। অসাবধানবশত ছাদ থেকে পড়ে যায় সে। বাড়ির পাশ ঘেঁষে যাওয়া বৈদ্যতিক তারের উপর গিয়ে পড়ে বাচ্চু। অকুস্থলেই মৃত্যু হয় তার।
চিৎকার-চেঁচামেচি শুনে স্থানীয়েরা ছুটে গিয়েছিলেন ঘটনাস্থলে। সকলে মিলে কিশোরকে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকেরা জানিয়ে দেন, অনেক আগেই মারা গিয়েছে ছেলেটি।
আরও পড়ুন:
ছেলের মৃত্যুসংবাদ পেয়ে ভেঙে পড়েছে বাচ্চুর পরিবার। নিম্নবিত্ত বাড়ির একমাত্র রোজগেরে সদস্য ছিল ওই কিশোর। পুলিশ বাচ্চুর মৃত্যুর তদন্ত শুরু করেছে। বাড়ির ছাদের সুরক্ষাব্যবস্থা এবং বৈদ্যুতিক সংযোগ কতটা নিরাপদ ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি শুক্রবার দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।