Advertisement
E-Paper

টুকরো খবর

বর্ণাঢ্য এক শোভাযাত্রা করে জাতীয় শিশু দিবস পালন করল চাইল্ড লাইনের সদস্যেরা। শুক্রবার সকালে বসিরহাটের ঘোজাডাঙায় শোভাযাত্রার উদ্বোধন করেন বসিরহাটের এসডিপিও অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। বিএসএফের ১৪৪ নম্বর ব্যাটেলিয়নের অ্যাসিস্টেন্ট কোম্পানি কম্যান্ডার সন্তোষ কুমার, মহকুমা তথ্য ও সংস্কৃতি দফতরের আধিকারিক শর্বরী ঘোষাল-সহ স্থানীয় স্কুলের শিক্ষক, শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা শোভাযাত্রায় অংশ নেন।

শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০১৪ ০১:২৮

শিশুদিবস উপলক্ষে শোভাযাত্রা, অনুষ্ঠান

নিজস্ব সংবাদদাতা • বসিরহাট

বর্ণাঢ্য এক শোভাযাত্রা করে জাতীয় শিশু দিবস পালন করল চাইল্ড লাইনের সদস্যেরা। শুক্রবার সকালে বসিরহাটের ঘোজাডাঙায় শোভাযাত্রার উদ্বোধন করেন বসিরহাটের এসডিপিও অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। বিএসএফের ১৪৪ নম্বর ব্যাটেলিয়নের অ্যাসিস্টেন্ট কোম্পানি কম্যান্ডার সন্তোষ কুমার, মহকুমা তথ্য ও সংস্কৃতি দফতরের আধিকারিক শর্বরী ঘোষাল-সহ স্থানীয় স্কুলের শিক্ষক, শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা শোভাযাত্রায় অংশ নেন। ঘোজাডাঙা বিএসএফ ক্যাম্প থেকে শোভাযাত্রা পৌঁছয় ইটিন্ডা কলবাড়ি এলাকায়। সেখানে মূল অনুষ্ঠানে খেলা, আঁকা, লোকগীতি প্রতিযোগিতা হয়। নারী ও শিশু পাচার প্রতিরোধের উপর নাটক এবং তথ্যচিত্রও দেখানো হয়। অন্য দিকে হিঙ্গলগঞ্জের সুন্দরবন লাগোয়া কালীতলা পঞ্চায়েতে শিশু দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রেতা ও সুরক্ষা দফতরের মন্ত্রী সাধন পাণ্ডে, বসিরহাটের সাংসদ ইদ্রিশ আলি, দেবেশ মণ্ডল, মুক্তেন্দুশেখর মণ্ডল, আশিষ কুমার মণ্ডল, বিআর মিশ্র প্রমুখ। এ দিন সামসেরনগর থেকে যোগেশগঞ্জ পর্যন্ত ১৪ কিলোমিটার দৌড় প্রতিযোগিতায় এলাকার শতাধিক যুবক অংশ নেয়। স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষে দৌড় প্রতিযোগিতায় প্রশান্ত মুন্ডা প্রথম, রাকেশ মণ্ডল দ্বিতীয় এবং তৃতীয় স্থান লাভ করে পুরস্কৃত হন আবদুল্লা গাইন। এ ছাড়াও বসিরহাট মহকুমার বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রীরা নাচ, গান ও নাটকের মধ্যে দিয়ে শিশু দিবস পালন করে।

যৌন নির্যাতন শিশুকে, অভিযুক্ত যুবক পলাতক

নিজস্ব সংবাদদাতা • জগদ্দল

শিশু দিবসের সকালে জগদ্দলের কাঁটাডাঙা অঞ্চলের পাঁচ বছরের একটি শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল পড়শি এক যুবকের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত প্রভাত সাধুখাঁ পলাতক। তার বাড়ির লোকেদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অসুস্থ হয়ে পড়া শিশুটিকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। শিশুর পরিবারের অভিযোগ, মাস খানেক ধরেই বাড়িতে খেলার জন্য ডেকে শিশুটির উপর যৌন নির্যাতন চালাচ্ছিল কাঁচরাপাড়া রেল ওয়ার্কশপের কর্মী প্রভাত। বৃহস্পতিবার শিশুটি প্রভাতের বাড়ি থেকে অসুস্থ অবস্থায় ফিরে যৌন নির্যাতনের কথা জানায়। পাড়ার বাসিন্দারা প্রভাতের খোঁজে ওই বাড়িতে গেলে উত্তেজনা ছড়ায়। এ নিয়ে ওই বাড়ির কেউ কথা বলতে চাননি বলে অভিযোগ। জগদ্দল থানায় অভিযোগ দায়ের হলে পুলিশ শিশুর উপর যৌন নির্যাতনের মামলা রুজু করে। স্থানীয় বাসিন্দাদের দাবি, আগেও একবার যৌন নির্যাতনের অভিযোগ উঠেছিল প্রভাতের বিরুদ্ধে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা প্রধান অজয় ঠাকুর জানান, শিশুটির ডাক্তারি পরীক্ষা হবে। অভিযোগ অনুযায়ী সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রোমোটারের অফিসে হামলা

নিজস্ব সংবাদদাতা • কলকাতা

দিনেদুপুরে এক প্রোমোটারের অফিসে হামলা চালাল দুষ্কৃতীরা। শুক্রবার ঘটনাটি ঘটেছে সোদপুর স্টেশন রোডে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোদপুর স্টেশন রোডে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের পিছনে প্রোমোটার সত্যব্রত সিংহের অফিসে এ দিন আচমকা জনা দশেক দুষ্কৃতী হানা দেয়। অভিযোগ, দুষ্কৃতীদের মুখে কাপড় বাঁধা ছিল। আগ্নেয়াস্ত্র হাতে তারা সত্যব্রতবাবুর অফিসে ঢোকে। তাঁর নামে গালিগালাজ করতে করতে ভাঙচুর চালাতে শুরু করে। সত্যব্রতবাবু অবশ্য তখন অফিসে ছিলেন না। দুষ্কৃতীরা কম্পিউটার ও ল্যাপটপ তুলে আছাড় মারতে শুরু করলে বাধা দেন হিসাবরক্ষক সুবীর দাস ও কাজল মহান্তি নামে দুই কর্মী। তাঁদের মাথায় পিস্তলের বাঁট দিয়ে মারা হয় বলেও অভিযোগ। হাসপাতালে ওই দু’জনকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। সত্যব্রতবাবু বলেন, “গত মার্চেও সোদপুরে বি টি রোডের ধারে একটি বহুতল তৈরির সময়েও তোলাবাজেরা টাকা দাবি করে হামলা চালিয়েছিল। তখন টাকা দিইনি। গুরুত্বও দিইনি। তাই হয়তো ফের হামলা হল। পুলিশকে পুরো ঘটনা জানিয়েছি।” এ ব্যাপারে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা প্রধান অজয় ঠাকুর বলেন, “ঘটনার তদন্ত শুরু হয়েছে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে”।

প্রধান শিক্ষকের মারে জখম ছাত্র

নিজস্ব সংবাদদাতা • সাগর

চতুর্থ শ্রেণির এক খুদে ছাত্রকে মারধরের অভিযোগ উঠেছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনাটি ঘটেছে সাগরের চৌরঙ্গী প্রাথমিক বিদ্যালয়ে। জখম সুমিতনারায়ণ মান্না নামে ওই ছাত্রকে প্রথমে স্থানীয় গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে ডায়মন্ডহারবার জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর ন’য়েকের সুমিতের সঙ্গে ক্লাসে বসার জায়গা নিয়ে এক সহপাঠীর বিবাদ বাধে। সে বিষয়ে ভারপাপ্ত প্রধান শিক্ষক তাপস মণ্ডলকে সে নালিশ জানাতে যায়। তখনই সুমিতের গলা টিপে ধরে তিনি তাকে মারধর করেন বলে সুমিতের বাড়ির লোকের অভিযোগ। শিক্ষকের মারে জ্ঞান হারায় সে। পরে স্থানীয় বাসিন্দা ও পরিবারের লোকেরাই তাকে উদ্ধার করে রুদ্রনগর গ্রামীণ হাসপাতালে ও পরে জেলা হাসপাতালে নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ছাত্রের বাবা তরুণ মান্না রাতে সাগর থানায় তাপসবাবুর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। কিন্তু ওই শিক্ষক এখনও পলাতক।

বিজেপি নেতার বাড়িতে হামলা

নিজস্ব সংবাদদাতা • গোপালনগর

এক বিজেপি নেতার বাড়িতে হামলার চেষ্টার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে গোপালনগর মোল্লাহাটি এলাকায়। এর প্রতিবাদে এদুষ্কৃতীদের ধরার দাবিতে বিজেপি সমর্থকেরা শুক্রবার বনগাঁর এসডিপিও মীর সাহিদুল আলির অফিসের সামনে বিক্ষোভ দেখায়। এ দিন তাঁকে একটি স্মারকলিপি জমা দেয় বিক্ষোভকারীরা। সুকুমার সর্দার নামে ওই বিজেপি নেতার বাড়িতে চড়াও হয় কয়েকজন দুষ্কৃতী। বাড়ির মহিলারা চিৎকার করে উঠলে দুষ্কৃতীরা গুলি এবং বোমা ছুড়ে পালিয়ে যায় বলে অভিযোগ।

ট্রেনে কাটা পড়ে মৃত্যু

ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল উলুবেড়িয়ার একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের এক ছাত্রের। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-খড়্গপুর শাখার উলুবেড়িয়া স্টেশনের কাছে ডোমপাড়ায়। মৃতের নাম আকাশ অগ্রবাল (২০)। তাঁর বাড়ি বিহারের গয়ায়। তিনি বি-ফার্ম প্রথম বর্ষের ছাত্র ছিলেন। কলেজের হস্টেলে থাকতেন। তিনি হস্টেল থেকে কলেজে যান। তারপরে হস্টেলে না ফেরায় তাঁকে খুঁজতে যান তাঁর বন্ধুরা।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy