ভাত খেতে বসে মায়ের থেকে জল চেয়েছিল দাদা। জল দিতে দেরি হওয়ার মাকে গালাগাল করতে শুরু করে। সেই শুনে দাদাকে পিটিয়ে মারার অভিযোগ উঠল ভাইয়ের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে দেগঙ্গা থানার পশ্চিম চ্যাংদানা গ্রামের মাঝের পাড়ায়। পুলিশ জানিয়েছে, নিহতের নাম আবু ছালাম মণ্ডল (২৩)। তাঁকে খুনের অভিযোগে শুক্রবার ভাই আলমগির মণ্ডল এবং বাবা সওকত আলিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার তাদের বারাসত আদালতে তোলা হবে বলে জানিয়েছেন বারাসতের এসডিপিও গণেশ বিশ্বাস।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গিয়েছে, পেশায় গাড়ি ব্যবসায়ী সওকত আলির বড় ছেলে আবু ছালাম বৃহস্পতিবার দুপুরে ভাত খেতে বসে মায়ের থেকে জল চায়। জল দিতে দেরি করায় মাকে গালাগাল করতে থাকে আবু। সেই শুনে সওকত ছোট ছেলেকে বিষয়টি দেখতে বলেন। অভিযোগ, এর পরেই কাঠের খিল দিয়ে দাদাকে মারতে শুরু করে আলমগির।
রক্তাক্ত অবস্থায় বাড়ির উঠানে লুটিয়ে পড়ে ছালাম। চেঁচামেচি শুনে প্রতিবেশীরা এসে সালামকে বারাসত জেলা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে পাঠানো হয় এসএসকেএম হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় তাঁর।
সেই খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা মৃতের বাড়িতে গিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। পরে পুলিশ এসে দু’জনকে গ্রেফতার করে। যে কাঠের খিল দিয়ে মারা হয়েছিল আবুকে, সেটিও উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন তদন্তকারী অফিসারেরা।