বারুইপুরে বিজেপির বুথ সভাপতিকে খুনের ঘটনার তদন্তভার জেলা পুলিশের হাত থেকে তুলে দেওয়া হল সিআইডি-র হাতে। আদালতের নির্দেশে পুজোর মধ্যেই ওই মামলার তদন্তভার নিয়েছে রাজ্য গোয়েন্দা সংস্থা। সূত্রের খবর, জেলা পুলিশের কাছ থেকে কেস ডায়েরি-সহ একাধিক নথি সংগ্রহ করেছেন গোয়েন্দারা।
বারুইপুর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের ১২৯ নম্বর বুথের বিজেপি সভাপতি রাজীব বিশ্বাসকে গত ৮ অগস্ট রাতে বাড়িতে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। পরে হাসপাতালে মারা যান তিনি। বিজেপি নেতৃত্বের অভিযোগ, তৃণমূলের লোকজনই পিটিয়ে খুন করেছে রাজীবকে। যদিও পুলিশ দাবি করেছিল, এই ঘটনার সঙ্গে রাজনীতির যোগ নেই।
জেলা পুলিশ সূত্রের খবর, তদন্তে নেমে প্রথমে রাজীবের বাবা নিতাই বিশ্বাস ও ভাই সন্দীপকে গ্রেফতার করা হয়। পরে মহারাষ্ট্র থেকে ধরা হয় অমিত মণ্ডল নামে আর এক অভিযুক্তকে। পুলিশে দায়ের করা অভিযোগে চার জনের নাম ছিল। চতুর্থ অভিযুক্ত পলাতক। গোয়েন্দারা জানান, রাজীবের মৃত্যুর পিছনে পারিবারিক কারণ থাকতে পারে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)