Advertisement
২০ মে ২০২৪

কংক্রিটের রাস্তা তৈরি শুরু হল

অবশেষে তৈরি হচ্ছে কংক্রিটের রাস্তা। দীর্ঘদিন ধরে ক্যানিং-বারুইপুর রোডের ক্যানিং বাস স্ট্যান্ডের অদূরে পেট্রোল পাম্পের কাছে রাস্তাটি খারাপ ছিল।

রাস্তার কাজ হতে দেখে স্বস্তিতে মানুষ ছবি: সামসুল হুদা।

রাস্তার কাজ হতে দেখে স্বস্তিতে মানুষ ছবি: সামসুল হুদা।

নিজস্ব সংবাদদাতা
ক্যানিং শেষ আপডেট: ১৫ জুন ২০১৬ ০৯:০৭
Share: Save:

অবশেষে তৈরি হচ্ছে কংক্রিটের রাস্তা।

দীর্ঘদিন ধরে ক্যানিং-বারুইপুর রোডের ক্যানিং বাস স্ট্যান্ডের অদূরে পেট্রোল পাম্পের কাছে রাস্তাটি খারাপ ছিল। সামান্য বৃষ্টিতে রাস্তায় জল জমে যেত। রাস্তাটি ভেঙে গিয়ে বড় বড় গর্ত তৈরি হয়েছিল। কোনও রকমে ইট দিয়ে ওই গর্ত বোজানো হত। বছরের পর বছর এ ভাবেই চলছিল। এর মধ্যে দিয়েই মোটরবাইক, সাইকেল ও গাড়ি চলত। এতে প্রায়শই ঘটত দুর্ঘটনা। এ নিয়ে স্থানীয় মানুষের অভিযোগের শেষ ছিল না।

গত ২ জুন এ নিয়ে আনন্দবাজারে খবর প্রকাশিত হতেই নড়ে চড়ে বসে প্রশাসন। এরপরেই রাস্তাটি কংক্রিটের ঢালাই করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মনজুর রহমান, মহাসীন মোল্লা, রাকেশ মোল্লা বলেন, ‘‘দীর্ঘদিন ধরে রাস্তাটি খারাপ। অনেক আবেদন-নিবেদন করা হয়েছে। কিন্তু কোনও লাভ হয়নি। সম্প্রতি আনন্দবাজারে এই খবর প্রকাশিত হওয়ার পর তড়িঘড়ি ওই রাস্তা কংক্রিটের ঢালাই করা হচ্ছে।’’

ক্যানিং ১ পঞ্চায়েত সমিতির সভাপতি পরেশরাম দাস বলেন, ‘‘ওই রাস্তা যে দীর্ঘদিন খারাপ তা আমরা জানতাম। ভোটের কারণে রাস্তার কাজ করতে পারছিলাম না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Concrete road Baruipur
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE