লকডাউন উপেক্ষা করে বাইক নিয়ে ঘোরাঘুরি করতে বেরিয়েছিলেন দুই যুবক। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাঁদের।
রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে গোপালনগর থানার চৌবেড়িয়া এলাকায় গোপালনগর-নহাটা সড়কে। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম সুখো প্রামাণিক (২১) ও বুদ্ধ দেবনাথ (১৯)। বাড়ি হরিণঘাটা থানার মহাদেবপুর গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেলা আড়াইটে নাগাদ বেপরোয়া গতিতে বাইক চালিয়ে যাচ্ছিলেন সুখোরা। মাথায় হেলমেট ছিল না। চৌবেড়িয়া এলাকায় রাস্তায় বাঁক আছে। সেখানেই উল্টো দিক থেকে আসা ট্রাকের সঙ্গে বাইকের ধাক্কা লাগে। আরোহীরা ছিটকে পড়েন ঘটনাস্থলেই মৃত্যু হয়।
লকডাউনে বাইকের দাপাদাপি চলছে সর্বত্রই। ধরপাকড়ও হচ্ছে। তবু অকারণ ঘোরাঘুরি, ফুর্তি ঠেকানো যাচ্ছে না। গোপালনগরের দুর্ঘটনা সে কথাই ফের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। প্রয়োজনে যাঁরা বাইক নিয়ে বেরোচ্ছন, তাঁদর মাথায় সচরাচর হেলমেট থাকছে না এই পরিস্থিতিতে। পুলিশ কর্মীদের অভিজ্ঞতা, অনেক সময়েই দেখা যাচ্ছে, পকেটে পুরনো কোনও প্রেসক্রিপশন রেখে স্রেফ আড্ডা দিতে চলছে ঘোরাঘুরি। এক পুলিশ কর্তার কথায়, ‘‘পুলিশকে ফাঁকি দিতে এত কিছু চেষ্টা। লোকজন কেন এটা বুঝতে পারছেন না, পুলিশের ভয়ে নয়, নিজে সুস্থ থাকতে এই সতর্কতাটুকু নেওয়া রাখা জরুরি। অকারণ ঘোরাঘুরি করে আইন ভাঙার থেকেও বড় কথা, মানুষ নিজের বিপদ নিজে ডেকে আনছেন।’’
বনগাঁর পুলিশ সুপার তরুণ হালদার বলেন, ‘‘লকডাউন উপেক্ষা করে অকারণে পথে বের হলেই আইনগত পদক্ষেপ করা হচ্ছে। গ্রেফতার করা হচ্ছে। ‘‘গোপালনগর থানা সূত্রে জানা গিয়েছে দু'দিনে ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে লকডাউন ভেঙে বাইরে বেরোনোর অভিযোগে। তার মধ্যে বাইক চালক ও ছোট গাড়ির চালক-আরোহীরা রয়েছেন।