আগে ছিল সিপিএমের পার্টি অফিস। এখন সেখানে কেবল গাভীই চরে। পাকা ছাদের তলায় রাখা হয় গোখাদ্য। নিরাপদে আশ্রয়ে থাকে গরুরপাল। এই ছবি এক সময়ের লালদুর্গ উত্তর ২৪ পরগনার শাসনের। যেখানকার নেতা ছিলেন এক সময়ের দোর্দণ্ডপ্রতাপ মজিদ মাস্টার।
শাসনে সিপিএমের বারাসত দক্ষিণ লোকাল কমিটির দফতর। পোশাকি নাম অনিল বিশ্বাস স্মৃতি ভবন। ২০০৭ সালে ওই ভবনের উদ্বোধন করেছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। কিন্তু সেই দফতর এখন পরিণত হয়েছে পশুখামারে। দফতরের ভিতরে ঘরে স্তূপাকারে রাখা হয়েছে বিচালি। রয়েছে গোবর। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই ঘরগুলিতে গরুও রাখেন অনেকে। মহম্মদ ইয়াসিন নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘‘ছোটবেলা থেকে দেখেছি এখানে সিপিএমের বড়বড় নেতারা আসতেন। সিপিএমের ঝান্ডা উড়ত। বিরোধীদের কোনও অস্তিত্ব ছিল না। কিন্তু এখন সিপিএমের লোকও নেই। কেউ আসেন না। দলীয় দফতর খোলার মতো লোক নেই। তবে এর পিছনে ভয়ের কোনও কারণ নেই। এখানে মানুষ এখন একচেটিয়া ভাবে তৃণমূল করেন।’’