Advertisement
০৯ অক্টোবর ২০২৪
Deer

Deer: ফের মাতলায় ভেসে এল হরিণের দেহ, বাঘের কামড়েই মৃত্যু বলে অনুমান

মঙ্গলবার স্থানীয় বাসিন্দারা হরিণের দেহটি মাতলা নদীতে ভাসতে দেখেন। তাঁরা খবর দেন বন বিভাগে। খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে যান।

মাতলায় ভেসে এল হরিণের দেহ।

মাতলায় ভেসে এল হরিণের দেহ। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
মৈপীঠ শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২১ ১৯:৪৩
Share: Save:

ফের সুন্দরবনে নদীতে ভেসে এল হরিণের দেহ। মৈপীঠের কাছে ওই হরিণের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
মঙ্গলবার স্থানীয় বাসিন্দারা হরিণের দেহটি মাতলা নদীতে ভেসে আসতে দেখেন। তাঁরা খবর দেন বন বিভাগে। খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে আসেন। তাঁরা নদী থেকে হরিণের দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুলতলি বিট অফিসে পাঠান। ময়নাতদন্তে জানা যায়, হরিণটি অন্তঃসত্ত্বা ছিল। হরিণটির গলায় নখ এবং দাঁতের দাগ দেখে বনকর্মীদের অনুমান, বাঘের কামড়ে মৃত্যু হয়েছে পূর্ণবয়স্ক এই স্ত্রী হরিণটির।

এ বিষয়ে দক্ষিণ ২৪ পরগনার ডিএফও মিলন মণ্ডল বলেন, ‘‘বাঘের কামড়ে হরিণটি মৃত্যু হয়েছিল। পরে সেটা মাতলা নদীতে ভেসে আসে। হরিণটি অন্তঃসত্ত্বাও ছিল। এর আগেও বাঘের কামড়ে মৃত হরিণ এবং বন্য শূকরের দেহ ভাসতে দেখা গিয়েছে নদীতে।’’

অন্য বিষয়গুলি:

Deer Death Matla River Sunderbans
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE