Advertisement
৩০ এপ্রিল ২০২৪
Diamond Harbour

রাজ্যের সবচেয়ে শান্তিপূর্ণ পুলিশ জেলা ডায়মন্ড হারবার, আপ্লুত সাংসদ অভিষেক জানালেন শুভেচ্ছা

প্রশাসন সূত্রে খবর, আগের তুলনায় অপরাধের হার কমে গিয়েছে এই পুলিশ জেলার। যে বছরের জন্য এই পুরস্কার দেওয়া হল, সেই বছরে ডায়মন্ড হারবার পুলিশ জেলার সুপার ছিলেন আইপিএস অফিসার ধৃতিমান সরকার।

Abhishek Banerjee

অভিষেক বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
ডায়মন্ড হারবার শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৩ ১৯:৪০
Share: Save:

পশ্চিমবঙ্গের সবচেয়ে শান্তিপূর্ণ পুলিশ জেলার পুরস্কার পেল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ডায়মন্ড হারবার। ২০২২ সালের হিসাবে এই পুরস্কার প্রাপ্তি হল সাংসদ অভিষেকের কেন্দ্র। এ নিয়ে উচ্ছ্বসিত সাংসদ নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডল থেকে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন তাঁর কেন্দ্রের মানুষকে।

প্রশাসন সূত্রে খবর, আগের তুলনায় অপরাধের হার কমে গিয়েছে দক্ষিণ ২৪ পরগনার এই পুলিশ জেলার। বস্তুত, যে বছরের জন্য এই পুরস্কার দেওয়া হল, সেই বছরে ডায়মন্ড হারবার পুলিশ জেলার সুপার ছিলেন আইপিএস অফিসার ধৃতিমান সরকার।

তাঁর কেন্দ্রে পুলিশের এই দরাজ সার্টিফিকেটে খুশি অভিষেক সমাজমাধ্যমে লেখেন, ‘‘প্রত্যেক একক ব্যক্তির জন্য বিশাল প্রশংসা যারা এটি সম্ভব করেছেন। তিনি লেখেন, ‘‘একটি চমৎকার খবর ভাগ করতে পেরে আমি আনন্দিত। ডায়মন্ড হারবার পুলিশ জেলাকে ২০২২ সালের জন্য ‘সেরার’ মুকুট দেওয়া হয়েছে!’’

অভিষেকের সংযোজন, ‘‘এটি আমাদের দলবদ্ধ ভাবে কাজ, সংকল্প এবং জনসচেতনতার নিদর্শন। তাই যাঁদের জন্য এটা সম্ভব হয়েছে, সেই সমস্ত মানুষকে আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Abhishek Banerjee Diamond Harbour Police District
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE