চাঁদা আদায়কারীদের জুলুমে অতিষ্ঠ গাড়ি চালকেরা। প্রতি বছরই পুজোর সময় রাস্তায় গাড়ি থামিয়ে জোর করে চাঁদা আদায় করার অভিযোগ ওঠে বিভিন্ন পুজো কমিটির বিরুদ্ধে। বিশেষ করে কালীপুজোর সময়ে ভাঙড়ের বহু রাস্তার মোড়ে গাড়ি থামিয়ে চাঁদা আদায় করা হয় বলে অভিযোগ। গত কয়েক দিন ধরে ভাঙড়ের কলকাতা লেদার কমপ্লেক্স থানার ভোজেরহাট-তাড়দহ রাস্তা, তাড়দহ-মক্রমপুরের রাস্তা, বারুইপুর-ক্যানিং রাস্তা-সহ বিভিন্ন এলাকায় জোর করে গাড়ি থামিয়ে চাঁদা আদায় করা হচ্ছে বলে চালকদের অভিযোগ। ১০-২০ টাকা ধরিয়ে নিস্তার মিলছে না। এক-দুশো টাকা চাওয়া হচ্ছে। টাকা না দিলে চাকার হাওয়া খুলে দেওয়ার অভিযোগও উঠেছে।
বড়দের পাশাপাশি ছোট ছেলেমেয়েরাও হাতে বিল বই নিয়ে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে। গাড়ি দেখলেই হাত দিয়ে ব্যারিকেড করে দাঁড় করিয়ে দিচ্ছে। ছোট গাড়ি হলে ১০০, বড় গাড়ি হলে ২০০ টাকার বিল ধরিয়ে দেওয়া হচ্ছে। আগের দিন একই রাস্তা ধরে যাওয়ার সময়ে চাঁদা দিয়েছেন বললে সেই বিল দেখতে চাওয়া হচ্ছে। বিল দেখাতে না পারলে আর একবার টাকা দিতে হচ্ছে। সঙ্গে জুটছে গালিগালাজ।
পুলিশের গাড়ির উপরে নজর রাখছে চাঁদা শিকারির দল। রাস্তায় পুলিশের গাড়ি ঢুকলেই খবর চলে যাচ্ছে।