Advertisement
০৬ মে ২০২৪
Duare sarkar

Duare Sarkar: ‘দুয়ারে সরকার’ চলছে স্কুল বন্ধ করে! দেগঙ্গায় তৃণমূল ও বিজেপির মধ্যে চাপানউতর

সোমবার দেগঙ্গা দু'নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘোষালের আবাদ প্রাথমিক বিদ্যালয়ে বসেছিল ‘দুয়ারে সরকার’ শিবির। তা নিয়েই তৃণমূল-বিজেপি তরজা।

‘দুয়ারে সরকার’ শিবির ঘিরে বিতর্ক।

‘দুয়ারে সরকার’ শিবির ঘিরে বিতর্ক। — নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
দেগঙ্গা শেষ আপডেট: ০৫ জুলাই ২০২২ ১৮:২২
Share: Save:

স্কুল বন্ধ করে চলছে ‘দুয়ারে সরকার’ শিবির। সোমবার এই ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনার দেগঙ্গায়। আর তা নিয়ে তৃণমূল এবং বিজেপির মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

সোমবার দেগঙ্গা দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘোষালের আবাদ প্রাথমিক বিদ্যালয়ে বসেছিল ‘দুয়ারে সরকার’ শিবির। এ জন্য স্কুল ছুটি দেওয়া হয়েছে বলে অভিযোগ বিজেপির। যদিও তা মানতে নারাজ তৃণমূল শিবির। বসিরহাট সাংগঠনিক জেলার বিজেপির যুব মোর্চার সভাপতি পলাশ সরকারের অভিযোগ, ‘‘সরকার খরচ বাঁচাতে স্কুল বন্ধ রেখেছে নানা অজুহাতে। শিশুদের নিরক্ষর করে তাদের মেরুদণ্ড ভেঙে দিতে চাইছে তৃণমূল সরকার।’’

বিজেপির অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছে পঞ্চায়েত প্রধান বাবলু পাড়ুই। তাঁর দাবি, ‘‘আগে থেকে স্থির হয়েছিল শনিবার ‘দুয়ারে সরকার’ শিবির বসবে। তাই সোমবার যাতে সকালে স্কুল বসে তা নিয়ে আগেই প্রধানশিক্ষকের সঙ্গে আলোচনা করে স্থির করা হয়েছিল। বিজেপি যা বলছে তা সম্পূর্ণ ভুল।’’

ওই প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল হক বলেন, ‘‘পরীক্ষা চলছে বলে স্কুল সকাল সাড়ে ন’টা থেকে সাড়ে দশটা পর্যন্ত স্কুল হয়েছে। আমরা গ্রামের স্বার্থে এটা করেছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Duare sarkar school TMC BJP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE