সেনাবাহিনী ও পুলিশে চাকরির নামে ভুয়ো সংস্থা চালিয়ে প্রতারণার অভিযোগে দু’জনকে গ্রেফতার করল পুলিশ। ব্যারাকপুরের মোহনপুর থানা এলাকায় ঘটনাটি ঘটেছে। অভিযোগ, প্রশিক্ষণের নাম করে ৩০০-রও বেশি চাকরিপ্রার্থী যুবক-যুবতীর কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার গভীর রাতে ঘটনার কথা প্রকাশ্যে আসে। পুলিশ কমিশনার মুরলীধর শর্মার নির্দেশে এবং ডিসি সেন্ট্রাল ইন্দ্রবদন ঝার নেতৃত্বে রাত ১১টা নাগাদ মোহনপুর থানার অন্তর্গত বিড়লা গেটের সুকান্ত পল্লি এলাকায় অভিযান চালায় বিশাল পুলিশবাহিনী। তার পর থেকেই উদ্বেগ ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে, সেনা এবং পুলিশে নিয়োগের জন্য সাত দিনের প্রশিক্ষণের নামে হাজার হাজার টাকা নেওয়া হয়েছিল বহু চাকরিপ্রার্থীর থেকে। স্থানীয়েরা জানাচ্ছেন, এলাকার বাসিন্দাদের কাছ থেকে বেশি টাকার বিনিময়ে ঘরভাড়া নেওয়ার প্রস্তাবও দিচ্ছিল ওই সংস্থা। এমনকি, স্থানীয় ক্লাবের মাঠটিও প্রশিক্ষণের নামে পরিষ্কার করে নেওয়া হয়। কিন্তু আসলে যে প্রশিক্ষণ কেন্দ্রের নামে প্রতারণার চক্র চলছিল, তা বোঝেননি কেউই।
আরও পড়ুন:
গোটা ঘটনা নিয়ে রীতিমতো আতঙ্কে রয়েছেন চাকরিপ্রার্থীরা। এখনও পর্যন্ত এই ঘটনায় গোপাল দাস এবং নির্মল মাইতি নামে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে মোহনপুর থানার পুলিশ। শিউলির পঞ্চায়েত প্রধান অরুণ ঘোষও জানিয়েছেন, অভিযোগ প্রমাণিত হলে প্রতারকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।