Advertisement
২৬ অক্টোবর ২০২৪
Fire incident

সাতসকালে রাজ্যের মন্ত্রী বঙ্কিম হাজরার গঙ্গাসাগরের অফিসে আগুন, পুড়ে ছাই কম্পিউটার, নথিপত্র

বেশ কিছু ক্ষণের চেষ্টায় দমকল পার্টি অফিসের আগুন নেভাতে সক্ষম হয়। কী ভাবে আগুন লাগল তা স্পষ্ট নয়। স্থানীয় বাসিন্দাদের একটি অংশের অনুমান, সম্ভবত শর্ট সার্কিট থেকেই আগুন।

সুন্দরবন উন্নয়নমন্ত্রীর অফিসে আগুন।

সুন্দরবন উন্নয়নমন্ত্রীর অফিসে আগুন। — নিজস্ব চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
গঙ্গাসাগর শেষ আপডেট: ১৪ জুন ২০২৪ ১৩:০১
Share: Save:

সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার পার্টি অফিসে আগুন। শুক্রবার সকালে পার্টি অফিস থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। খবর যায় দমকলে। দমকলের একটি ইঞ্জিন বেশ কিছু ক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগর এলাকার রুদ্রনগরে দলীয় কার্যালয় রয়েছে মন্ত্রী বঙ্কিমের। শুক্রবার সকাল সাড়ে ন’টা নাগাদ আচমকাই পার্টি অফিস থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয়রা। সেই সময় পার্টি অফিস বন্ধ ছিল। আগুন লাগার খবর পেয়ে দমকল চলে আসে। বেশ কিছু ক্ষণের চেষ্টায় পার্টি অফিসের আগুন নেভাতে সক্ষম হয়। কী ভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। তবে স্থানীয় বাসিন্দাদের একটি অংশের অনুমান, সম্ভবত শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা। যদিও এ নিয়ে দমকলের তরফে কিছুই জানানো হয়নি। প্রতিক্রিয়া মেলেনি মন্ত্রী বঙ্কিনেরও।

আগুনের জেরে পার্টি অফিসে রাখা কম্পিউটার সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গিয়েছে। পুড়ে গিয়েছে বেশ কিছু নথিপত্রও। তবে ঠিক কত ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও জানা যায়নি।

অন্য বিষয়গুলি:

Minister Fire Brigade
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE