Advertisement
১৯ এপ্রিল ২০২৪
TMC

Canning TMC Murder: ক্যানিংয়ে ৩ তৃণমূলকর্মী খুনে প্রথম গ্রেফতার, এখনও অধরা মূল অভিযুক্ত রফিকুল-সহ ৬

পুলিশ সূত্রে খবর, ধৃত আফতাব স্বপন মাঝির গতিবিধি সম্পর্কে আততায়ীদের জানাচ্ছিলেন। সেই তথ্যের উপর ভিত্তি করেই হামলা হয়।

ক্যানিংয়ে তিন তৃণমূলকর্মী খুনে প্রথম গ্রেফতার।

ক্যানিংয়ে তিন তৃণমূলকর্মী খুনে প্রথম গ্রেফতার। প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
বারুইপুর শেষ আপডেট: ০৯ জুলাই ২০২২ ০৯:৩৬
Share: Save:

দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে তিন তৃণমূলকর্মী খুনের ঘটনায় প্রথম গ্রেফতার করল পুলিশ। শুক্রবার রাতে কুলতলি থেকে তাঁকে গ্রেফতার করে হত্যার তদন্তে গঠিত পুলিশের বিশেষ তদন্তকারী দল। তবে এখনও অধরা রফিকুল-সহ এফআইআরে নাম থাকা ছ’জন। পুলিশ সূত্রে খবর, ধৃত আফতাবউদ্দিন সম্পর্কে এফআইআরে নাম থাকা রশিদউদ্দিনের দাদা। তিনি আততায়ীদের স্বপন মাঝিদের গতিবিধি সম্পর্কে খোঁজখবর দিচ্ছিলেন। জেরায় খুনে জড়িত থাকার কথা স্বীকার করেছে আফতাব, বলে পুলিশ সূত্রে দাবি।

বৃহস্পতিবার সকালে তৃণমূলের ২১ জুলাইয়ের কর্মসূচি উপলক্ষে প্রস্তুতি বৈঠকে যোগ দিতে ক্যানিং পশ্চিম বিধানসভার গোপালপুরের দলীয় কার্যালয়ে যাচ্ছিলেন গোপালপুর পঞ্চায়েত সদস্য স্বপন মাঝি। তাঁর সঙ্গেই ছিলেন ভূতনাথ প্রামাণিক এবং ঝন্টু হালদার নামে দু’জন। পথেই তাঁদের গুলি করে কুপিয়ে খুন করা হয়। পরিবারের অভিযোগের ভিত্তিতে রফিকুল সর্দার-সহ ছ’জনের নামে এফআইআর দায়ের করে পুলিশ। তদন্তের জন্য গঠিত হয় ছয় সদস্যের বিশেষ তদন্তকারী দল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

TMC Murder Canning
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE