বেলঘরিয়ায় এক যুবককে পিটিয়ে খুনের মামলায় হাই কোর্টের নির্দেশে ব্যারাকপুর মহাকুমা আদালতে আত্মসমর্পণ করলেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর রুপালি সরকার। এই আত্মসমর্পণের পর তাঁকে গ্রেফতার করে পুলিশ। আদালত তাঁকে সাত দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।
প্রসঙ্গত, করোনা আতিমারির সময় ২০২০সালের ৪ মে বেলঘরিয়ায় সঙ্গীদের নিয়ে ত্রাণ বিলি করছিলেন সৌমেন দত্ত নামে এক যুবক। এলাকায় বামপন্থী বলেই পরিচিত ছিলেন সৌমেন। তৎকালীন তৃণমূল কাউন্সিলার রুপালি সেই সময় তাঁর দলবল নিয়ে সৌমেনের উপর চড়াও হন। তাঁকে লাঠি, রড দিয়ে মারা হয় বলে অভিযোগ।
এই ঘটনায় পুলিশ অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করে। ১৯ মে সৌমেন মারা যান। নিম্ন আদালত রুপালিকে জামিন দেয়।
কিন্তু সৌমেন দত্তের পরিবার এই জামিনের বিরুদ্ধে হাই কোর্টে মামলা করে। বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিভাস পট্টনায়কের ডিভিশন বেঞ্চে এই জামিন বাতিল করে দেয়। বেঞ্চের পর্যবেক্ষণ, ঘটনার গুরুত্ব বিচার না করে জামিন দেওয়া হয়েছিল। নির্দেশ দেওয়া হয়েছিল, নিম্ন আদালতে প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে আত্মসমর্পণ করতে হবে এক সপ্তাহের মধ্যে। সেই সময়কালের মধ্যে ব্যারাকপুর মহাকুমা আদালতে শনিবার আত্মসমর্পণ করলেন রুপালি।