Advertisement
১৬ এপ্রিল ২০২৪

যশোহর রোডে গাছের ডাল পড়ে গুরুতর জখম ৪ কলেজ ছাত্রী

কাঠুরেদের ভুলে গাছের ডাল পড়ে গুরুতর ভাবে আহত হলেন চার কলেজ ছাত্রী। আশঙ্কাজনক অবস্থায় তাঁরা হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন। পুলিশ সূত্রে খবর, বুধবার দুপুর সওয়া ১টা নাগাদ যশোহর রোডের উপর একটি বট গাছ কাটার কাজ চলছিল হাবরা বিডিও অফিসের সামনে।

এই অটোটির উপরেই পড়ে গাছের ডাল।

এই অটোটির উপরেই পড়ে গাছের ডাল।

নিজস্ব সংবাদদাতা
হাবড়া শেষ আপডেট: ২৪ জুন ২০১৫ ১৫:২৭
Share: Save:

কাঠুরেদের ভুলে গাছের ডাল পড়ে গুরুতর ভাবে আহত হলেন চার কলেজ ছাত্রী। আশঙ্কাজনক অবস্থায় তাঁরা হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন।

পুলিশ সূত্রে খবর, বুধবার দুপুর সওয়া ১টা নাগাদ যশোহর রোডের উপর একটি বট গাছ কাটার কাজ চলছিল হাবরা বিডিও অফিসের সামনে। কাঠুরেদের ভুলে একটি বড় ডাল এসে পড়ে নীচে দিয়ে যাওয়া একটি অটোরিকশা এবং একটি ইন্ডিকা গাড়ির উপরে। ঘটনায় গুরুতর ভাবে আহত হন শ্রীচৈতন্য কলেজের চার ছাত্রী। সঙ্গে সঙ্গে তাঁদের নিয়ে যাওয়া হয় হাবরা স্টেট জেনারেল হাসপাতালে।

দুর্ঘটনায় আক্রান্ত গাড়িটি।

অবস্থার অবনতি হওয়ায় ছাত্রীদের মধ্যে তিন জনকে স্থানান্তরিত করা হয় বারাসত জেলা হাসপাতালে। সেখানে আইসিইউ-তে ভর্তি করা হয় দুই ছাত্রীকে। তাঁদের মধ্যে সিটি স্ক্যানের পরে এক ছাত্রীকে স্থানান্তরিত করা হচ্ছে এসএসকেএম হাসপাতালে। দুর্ঘটনার পর কুড়ুল, করাত ফেলে রেখে পালিয়ে যায় কাঠুরেরা।

চলছে রাস্তা পরিষ্কারের কাজ।

ঘটনার পর ওই এলাকায় রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে। গাছের ডাল পড়ায় রাস্তা অবরুদ্ধ হয়ে যায়। সমস্যা দেখা দেয় যান চলাচলে। অবশেষে পুলিশ ও শ্রীচৈতন্য কলেজের পড়ুয়ারাই কাঠুরেদের ফেলে রেখে যাওয়া কুড়ুল আর করাত দিয়ে পড়ে থাকা গাছের ডালটি কেটে রাস্তা পরিষ্কার করেন।

হাসপাতালে জ্যোতিপ্রিয় মল্লিক।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রাজ্যের খাদ্যমন্ত্রী তথা হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। দুর্ঘটনাটি কী ভাবে ঘটল, তা খতিয়ে দেখার নির্দেশ দেন। কিন্তু, পুলিশ জানিয়েছে, ওই বট গাছ কাটা নিয়ে রীতিমতো ধোঁয়াশা তৈরি হয়েছে। পুরসভার তরফে জানানো হয়েছে, তারা এই গাছ কাটার নির্দেশ দেয়নি। জাতীয় সড়ক কর্তৃপক্ষও গাছ কাটার ব্যাপারে তাদের ভূমিকার কথা অস্বীকার করেছে। ঘটনাটির তদন্তে নেমেছে পুলিশ। পালিয়ে যাওয়া কাঠুরেদের খোঁজ চলছে।

ছবি: শান্তনু হালদার ও সুদীপ ঘোষ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE