Advertisement
২৫ এপ্রিল ২০২৪
gold

দু’হাজার টাকার বিনিময়ে পাচার হচ্ছিল কোটি টাকার সোনা! বিএসএফ ধরল বাংলাদেশ সীমান্তে

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, সোমবার জয়ন্তীপুর এলাকায় ১৫টি সোনার বিস্কুট-সহ এক মহিলাকে হাতেনাতে ধরে বিএসএফ। ওই সোনার মোট ওজন ১ কিলোগ্রাম সাতশো গ্রামের কিছুটা বেশি।

উদ্ধার হওয়া সেই সোনা।

উদ্ধার হওয়া সেই সোনা। — নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
পেট্রাপোল শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২২ ১৯:২৮
Share: Save:

সীমান্তে প্রায় এক কোটি টাকা মূল্যের সোনার বিস্কুট-সহ এক মহিলা পাচারকারীকে আটক করল বিএসএফ। সোমবার এই ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনার ইন্দো-বাংলাদেশ সীমান্তবর্তী জয়ন্তীপুর এলাকায়।

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, সোমবার জয়ন্তীপুর এলাকায় ১৫টি সোনার বিস্কুট-সহ এক মহিলাকে হাতেনাতে ধরে বিএসএফ। ওই সোনার মোট ওজন ১ কিলোগ্রাম সাতশো গ্রামের কিছুটা বেশি। ১৫৮ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা আকলিমা সর্দার নামে ওই মহিলাকে প্রথমে আটক করেন। তাঁর থেকে সোনা পাওয়ার পর আকলিমাকে তুলে দেওয়া হয় পেট্রাপোলের শুল্ক বিভাগের হাতে। উদ্ধার হওয়া ওই সোনার আনুমানিক মূল্য ৯৭ লক্ষ টাকার কিছু বেশি।

বিএসএফের দাবি, ওই মহিলা জেরায় জানান, বাজেয়াপ্ত হওয়া সোনা তাঁকে দিয়েছিল বেনাপোলের বাসিন্দা তথা বাংলাদেশি চোরাকারবারী বাদল। বিএসএফের দাবি, আকলিমা জানিয়েছেন, পেট্রাপোলের বাসিন্দা তথা ভারতীয় চোরাকারবারী আসগর শেখের কাছে ওই সোনার বিস্কুটগুলি হস্তান্তর করার কথা ছিল তাঁর। এই কাজের জন্য তাঁকে দুই হাজার টাকা দেওয়া হত বলেও জানিয়েছেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

gold Illegal Gold Traders Indo Bangladesh Border
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE