বধূ খুনের অভিযোগে গ্রেফতার স্বামী। অন্য দিকে, ক্ষুব্ধ এলাকাবাসী মারধর করলেন মৃতার শাশুড়িকে। রবিবার এই নিয়ে উত্তেজনা দক্ষিণ ২৪ পরগনার ফলতা থানার রুকিয়া গ্রামে।
মৃতার নাম জরিনা বিবি (২৪)। মৃতার বাপের বাড়ির লোকজন এবং প্রতিবেশীদের অভিযোগ, স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় শ্বাসরোধ করে খুন করা হয়েছে জরিনাকে। পুলিশ গিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে। অন্য দিকে, প্রতিবেশীদের মারে জখম শাশুড়িকে ভর্তি করানো হয়েছে হাসপাতালে।
স্থানীয় সূত্রে খবর, শনিবার রাতে জরিনা ও তাঁর স্বামী শফিকুল শেখের বচসা হয়। সেই সময় স্ত্রীকে মারধর করে স্বামী খুন করেন। মৃতার মা রোশনারা বিবি বলেন, ‘‘আমার মেয়েকে দীর্ঘ দিন ধরে শারীরিক এবং মানসিক নির্যাতন করত জামাই। স্বামীর পরকীয়া সম্পর্ক ছিল, স্ত্রী প্রতিবাদ করে। এই নিয়ে অশান্তি লেগেই থাকত ওদের বাড়িতে। শেষে মেরেই ফেলল আমার মেয়েটাকে!’’
আরও পড়ুন:
২৪ বছরের যুবতীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরেই এলাকাবাসী ঘিরে ধরেছিলেন শফিকুল ও তাঁর মাকে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শফিকুলকে গ্রেফতার করে পুলিশ। গুরুতর আহত অবস্থায় তাঁর মাকে ভর্তি করানো হয় ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজে।
জরিনার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে। ফলতা থানার পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। শফিকুল ও জরিনার দুই বছরের একটি কন্যাসন্তান রয়েছে। শিশুটি মাকে দেখতে না-পেয়ে কান্নাকাটি করছে। মৃতার আত্মীয় রইচ মোল্লা বলেন, ‘‘ওদের মধ্যে দীর্ঘ দিন ধরে অশান্তি চলছিল। আমরা অনেক বার বোঝানোর চেষ্টা করেছি। কিন্তু শেষরক্ষা হল না।’’