হাই কোর্টের নির্দেশ অনুযায়ী দু’মাসের মধ্যেই বজবজ পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান তথা ১৯ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর লুতফর হোসেনের অবৈধ নির্মাণটি ভাঙার কাজ সম্পন্ন করল পুরসভা। একটি নার্সিংহোম তৈরির জন্য সরকারি নিকাশি খাল ও কবরস্থান দখল করে লুতফর অবৈধ নির্মাণ করেছেন, এই অভিযোগে ২০২১ সালের জুলাই মাসে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন ওই পুর এলাকার বাসিন্দা এক মহিলা।
মামলার শুনানিতে বজবজ পুরসভার কাছ থেকে রিপোর্ট তলব করেছিল হাই কোর্ট। পুরসভার তরফে আদালতে জানানো হয়, ১৯ নম্বর ওয়ার্ডের মহাত্মা গান্ধী রোডের ওই বাড়িটি অবৈধ। এর পরেই গত মার্চ মাসে বজবজ পুরসভাকে ওই অবৈধ নির্মাণ ভেঙে দেওয়ার নির্দেশ দেয় হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। দু’মাসের মধ্যে সেটি ভেঙে আদালতে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতিরা।
পুরসভা সূত্রের খবর, গত ৫ মে চারতলা ওই নির্মাণ ভাঙার কাজ শুরু হয়। ৫ জুলাই সেই কাজ শেষ হয়েছে। পুরসভা ও ভূমি সংস্কার দফতরের তরফে খালি জমির মাপজোকও করা হয়েছে। পুরসভা সূত্রের খবর, ওই জায়গায় লুতফরের কম-বেশি এক কাঠা জমি রয়েছে। বাকি জমির কিছুটা বজবজ পুরসভা এলাকার মূল নিকাশি চড়িয়াল খালের অংশ। পাশের কবরস্থানের জমির কিছুটা অংশও জবরদখল করা হয়েছিল।