নিম্নচাপের জেরে শীতের অকাল বৃষ্টিতে ভাসল বসিরহাট মহকুমার বিভিন্ন এলাকা। অসময়ের বৃষ্টিতে আলু, শীতকালীন আনাজ-সহ বিভিন্ন চাষে ক্ষতি হতে পারে বলে মনে করছেন কৃষকেরা।
মহকুমা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দিনভর টানা বৃষ্টিতে শহরের বিভিন্ন জায়গায় জল জমে গিয়েছে। জেলা কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে, বৃষ্টিতে সব থেকে ক্ষতি হবে আলু, সর্ষে, ধানের। আউশ ও আমন ধান ওঠার মুখে নিম্নচাপের এই বৃষ্টি চাষিদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।
কৃষি দফতর মনে করছে, প্রতিকূল আবহাওয়ার জেরে মার খেতে পারে আমন ধান। বৃষ্টিতে ফসল নষ্ট হলে বাজারে তার প্রভাব পড়তে পারে। শুক্রবার দেখা গেল, ঘরে ওঠার মুখে বৃষ্টিতে মাঠে শুয়ে পড়েছে সর্ষে গাছ। মাঠে কাটা পাকা ধান থেকে অঙ্কুর বেরোনোর আশঙ্কা দেখা দিয়েছে। বৃষ্টি থামলেও ধান তোলার পরে আলু চাষে ক্ষতির আশঙ্কা থাকছে। বসিরহাটের শ্বেতপুর এলাকার কৃষক সাবুরালি মোল্লা, অহাব গাজি বলেন, ‘‘ধান চাষ করেই সংসার চলে। অকাল বৃষ্টি রাতের ঘুম কেড়ে নিয়েছে। এই ফলন নষ্ট হলে সংসার অচল হয়ে পড়বে। ধান গাছের গোড়ায় জল জমে রয়েছে। ফলে গাছ হেলে পড়েছে। ওই গাছ যদি মাটিতে পড়ে, তা হলে আর ফলন ঘরে তুলতে পারা যাবে না।’’