বিধায়ক সওকাত মোল্লার কনভয়ে থাকা পাইলট কারের ধাক্কায় এক বাইকচালকের মৃত্যুর পরে প্রশ্ন উঠছে, রেজিস্ট্রেশন বাতিল হওয়া সত্ত্বেও সেটি কী ভাবে রাস্তায় নামল? এ বার তা-ই তদন্ত করে দেখার নির্দেশ দিলেন কলকাতার নগরপাল মনোজ বর্মা। নগরপালের তরফে পাইলট কারের বিষয়টি দেখাশোনার দায়িত্বে থাকা ওয়্যারলেস বিভাগের যুগ্ম-নগরপালকে মঙ্গলবারই ওই দায়িত্ব দেওয়া হয়েছে বলে খবর। কারও গাফিলতি প্রমাণ হলে, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
লালবাজার জানিয়েছে, কলকাতা পুলিশের কোন বিভাগে কত গাড়ি রয়েছে এবং সেগুলির স্টেটাস কী, নগরপালের তরফে তা-ও খতিয়ে দেখতে ইউনিট প্রধানদের বলা হয়েছে। গত দেড় বছরে কলকাতা পুলিশের প্রচুর গাড়ি বাতিল হওয়ার কথা। সেগুলি কী অবস্থায় আছে, পুলিশকর্তারা সে সবও দেখতে চাইছেন।
মঙ্গলবার সকালে ভাঙড় থেকে কলকাতায় আসার পথে কলকাতা লেদার কমপ্লেক্স থানা এলাকার বামনঘাটায় সওকাতের পাইলট কারের ধাক্কায় মৃত্যু হয় মহম্মদ তাজউদ্দিন নামে এক মোটরবাইক চালকের। দুর্ঘটনায় আহত হয়ে পাইলট কারের চালকও হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা রুজু করেছে পুলিশ।
মৃত তাজউদ্দিনের পরিবারে রয়েছেন স্ত্রী ও তিন ছেলেমেয়ে। মৃতের শ্যালক শেখ আমির বলেন, ‘‘দিদির পরিবারটা তো শেষ হয়ে গেল। জামাইবাবুর মৃত্যুর পরেকী ভাবে দিদি ও তাঁর বাচ্চাদের দিন চলবে, জানি না। রেজিস্ট্রেশন বাতিল হওয়া গাড়ি কী ভাবে রাস্তায়চলে? এ ভাবে যেন আর কারও মৃত্যু না হয়।’’
ক্যানিং পূর্বের বিধায়ক সওকাত বলেন, ‘‘ওই গাড়ির রেজিস্ট্রেশন যে বাতিল হয়েছে, জানতাম না। পুলিশকে বলেছি, রেজিস্ট্রেশন বাতিল হওয়া এমন গাড়ি যেন আর না দেওয়া হয়।’’
লালবাজারের এক শীর্ষ কর্তা বলেন, ‘‘পুরো ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে। গাড়ির বিষয়টি যাঁরা দেখাশোনা করেন, তাঁদের সঙ্গেও কথা বলা হচ্ছে।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)