গল্প করার ছলে কিশোরীকে এক পরিচিতের ভাড়াবাড়িতে নিয়ে যাওয়া এবং সেখানে তার উপরে নির্যাতনের ঘটনা পূর্ব-পরিকল্পিত ভাবে ঘটানো হয়েছিল কিনা, সে বিষয়ে নিশ্চিত হতে দফায় দফায় জেরা করা হচ্ছে দমদম গণধর্ষণ-কাণ্ডে ধৃত সঞ্জু সাহাকে। ওই ঘটনায় গ্রেফতার করা হয়েছে টোটোচালক সঞ্জু সাহা, গাড়িচালক ভিকি পাসোয়ান এবং রাজেশ পাসোয়ানকে।
অভিযোগ, গত শনিবার রাতে পড়তে যাওয়ার সময়ে ওই কিশোরীকে গল্প করার অছিলায় একটি বাড়িতে নিয়ে গিয়ে নির্যাতন চালায় তিন জন। সেই ঘটনায় অভিযোগ দায়ের হওয়ার পরেই তিন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ইতিমধ্যে কিশোরীর ডাক্তারি পরীক্ষা এবং গোপন জবানবন্দি নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
যদিও এই ঘটনায় বেশ কিছু ধোঁয়াশা রয়েছে বলেও পুলিশ সূত্রের খবর। সঞ্জুকে হেফাজতে নিয়ে লাগাতার জেরা করা হচ্ছে। তবে সূত্রের খবর, জেরায় অভিযুক্ত যা যা দাবি করেছে, এখনই তা মানতে নারাজ তদন্তকারীরা। সঞ্জু ওই কিশোরীর সঙ্গে কেন যোগাযোগ রাখছিল, তাএখনও স্পষ্ট নয়। ওই দিন বাড়ি থেকে বেরিয়ে পড়তে যাওয়ার কথা ছিল কিশোরীর। রাস্তায় সঞ্জুর সঙ্গে দেখা হওয়ার পরে তারা দু’জনে একটি জায়গায় গল্প করছিল। তার পরে সেখানে হাজির হয় ভিকি। ভিকিকে সেখানে ডাকা হয়েছিল, না সে নিজে থেকে সেখানে হাজির হয়, তা নিয়ে ধন্দে পুলিশ। পাশাপাশি, যার ভাড়াবাড়িতে নিয়ে যাওয়া হয় কিশোরীকে, সেই রাজেশের স্ত্রী-পুত্র সেই সময়ে বাড়িতে ছিলেন না। সেটি কাকতালীয়, না কি আগেই পরিকল্পনা করা হয়েছিল, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। সেই কারণে তিন অভিযুক্তকে মুখোমুখি বসিয়ে জেরার পরিকল্পনা রয়েছে তদন্তকারীদের। পাশাপাশি, অভিযুক্তদের মোবাইলের কল রেকর্ড খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রের খবর।
এই ঘটনাকে কেন্দ্র করে সরব হয়েছে বিরোধী দলগুলি। রবিবারই রাস্তায় টায়ার জ্বালিয়েবিক্ষোভ দেখায় বিজেপি। স্থানীয় তৃণমূল নেতৃত্ব দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তাঁরা জানিয়েছেন, ওই পরিবারের পাশে রয়েছেন তাঁরা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)