মেলার জয়রাইড থেকে পড়ে জখম হলেন এক মহিলা। বারুইপুরের মিলন মেলায় ঘটা এই দুর্ঘটনা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ, গত বছরও মেলায় জয়রাইড থেকে পড়ে জখম হয়েছিলেন কয়েক জন। তার পরেও হুঁশ ফেরেনি কর্তৃপক্ষের। মেলাকে কেন্দ্র করে যানজটে সাধারণ মানুষকে জেরবার হতে হচ্ছে বলেও অভিযোগ।
বারুইপুরে একটি ক্লাবের মাঠে গত কয়েক বছর ধরে হয়ে আসছে এই মিলন মেলা। সেখানে নানা দোকানপাটের পাশাপাশি বিভিন্ন জয়রাইডও থাকে। এ বার ‘সুনামি’ নামে একটি রাইড আছে। তাতে উঠেই মঙ্গলবার সন্ধ্যায় কয়েক ফুট উপর থেকে পড়ে যান এক মহিলা। স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, কোনও পরিকাঠামো ছাড়া ঝুঁকি নিয়ে মেলা চলছে। বিজেপি নেতা উত্তম কর বলেন, ‘‘এটি ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত মেলা। মেলা থেকে এক শ্রেণির ব্যবসায়ী প্রচুর মুনাফা করছেন। কিন্তু মানুষের জীবন ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। দুর্ঘটনা ঘটলেই বলা হচ্ছে, নিজস্বী তুলতে গিয়ে ঘটেছে। অবিলম্বে পরিকাঠামোর দিকে নজর দেওয়া উচিত।’’
বাসিন্দাদের একাংশেরও অভিযোগ, মেলার ভিড়ে যানজট হচ্ছে সংলগ্ন রাস্তায়। আটকে পড়ছে অ্যাম্বুল্যান্সও। বারুইপুরের উপ-পুরপ্রধান গৌতম দাস বলেন, ‘‘শুনেছি, রাইডে উঠে সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনা ঘটেছে। মানুষকে সতর্ক থাকতে হবে। সতর্ক হতে হবে মেলা কর্তৃপক্ষকেও।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)