Advertisement
০১ মে ২০২৪
Jyotipriya Mallick

মুখ ফেরাবেন না, আবেদন জ্যোতিপ্রিয়ের

শনিবার বদর বাজার এলাকাতেই সভা করেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তারই পাল্টা সভা এ দিন করেছে তৃণমূল।

বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

নিজস্ব সংবাদদাতা
হাবড়া শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৩ ০৭:৪৪
Share: Save:

দলের নেতা-কর্মীরা যদি কোনও ভুল করে থাকেন, তা হলে তাঁদের শাসন করবেন। কিন্তু দলের থেকে মুখ ফেরাবেন না বলে অনুরোধ করলেন তৃণমূলের জাতীয় কর্মসমিতির সদস্য তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

রবিবার হাবড়ার বদর বাজার এলাকায় তৃণমূলের এক সভায় এসে মানুষের কাছে ওই আবেদন করেন তিনি। বলেন, ‘‘যদি কোনও ভুল করে থাকি, শাসন করবেন। শাসন করার অধিকার আপনাদের আছে। কিন্তু দলের থেকে মুখ ফেরাবেন না। কারণ, বিজেপি দলটা একটা ধ্বংসাত্মক, ভয়ঙ্কর দল।’’

শনিবার বদর বাজার এলাকাতেই সভা করেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তারই পাল্টা সভা এ দিন করেছে তৃণমূল। রাজ্য সরকারের প্রকল্পের কোনও সুবিধা থেকে মানুষ যাতে বঞ্চিত না হন, সে জন্য পঞ্চায়েত প্রধান ও অঞ্চল সভাপতিদের জ্যোতিপ্রিয় মঞ্চে তুলে জানান, যাঁরা প্রকল্পের সুবিধা এখনও পাননি, নেতারা তাঁদের বাড়ি আবেদনপত্র পৌঁছে দেবেন।

বিজেপিকে কটাক্ষ করে বনমন্ত্রী এদিন বলেন, ‘‘বুথ-স্তরে আমাদের সংগঠন মজবুত। আর ওদের বুথে টা লোকই নেই। কর্মী খুঁজতে দিল্লী থেকে নেতাদের এসে ক্যাম্প করতে হবে বুথে বুথে।’’

বিজেপির বারাসত সাংগঠনিক জেলার সভাপতি তাপস মিত্র পরে বলেন, ‘‘তৃণমূল নেতারা দুর্নীতি করেছেন। মানুষের টাকা লুট করেছেন। ওঁদের সাহস থাকলে পঞ্চায়েত ভোট কেন্দ্রীয় বাহিনী দিয়ে করে দেখান। একটি আসনেও জিততে পারবেন না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Jyotipriya Mallick Habra TMC Forest Minister
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE