যৌন হেনস্থার মামলা না তোলায় নাবালিকা ও তার মাকে গাছে বেঁধে মারধরের অভিযোগ উঠল অভিযুক্ত যুবকের পরিবারের কিছু মহিলার বিরুদ্ধে। পুলিশ তিন মহিলাকে ধরেছে। বুধবার সকালে উত্তর ২৪ পরগনার ঘটনা।
মাসখানেক আগে ১৭ বছরের কিশোরীকে যৌন হেনস্থার অভিযোগ ওঠে ওই যুবকের বিরুদ্ধে। থানায় অভিযোগ হয়। যুবক আদালত থেকে আগাম জামিন পায়। যুবকের আত্মীয়েরা মামলা তুলে নেওয়ার জন্য নিয়মিত নাবালিকার পরিবারের উপরে চাপ দিচ্ছিল বলে অভিযোগ।
এ দিন সকাল সাড়ে ৯টা নাগাদ যুবকের কিছু আত্মীয়া মেয়েটির বাড়ির সামনে পৌঁছে গালিগালাজ শুরু করেন। কেন মামলা তুলে নেওয়া হচ্ছে না, জানতে চান। মেয়েটির বাবা বাড়িতে ছিলেন না। অভিযোগ, নাবালিকার মাকে চুলের মুঠি ধরে টানাহেঁচড়া করেন ওই মহিলারা। মাকে বাঁচাতে গেলে মেয়েকেও মারধর করা হয়। মা-মেয়েকে আমগাছে বেঁধে চলে মারধর। মায়ের চুল কেটে নেওয়া হয়।
পুলিশ গিয়ে মা-মেয়েকে উদ্ধার করে। মহিলা থানায় লিখিত অভিযোগ করেন। হামলায় আরও কেউ জড়িত কি না, দেখা হচ্ছে বলে জানিয়েছেন জেলা পুলিশের এক কর্তা। আক্রান্ত মহিলার কথায়, “ওই মহিলারা আমাকে, মেয়েকে মারধর করে। দশ বছরের ছেলেও ছাড় পায়নি। যাওয়ার সময়ে বলে, মামলা না তুললে প্রাণে মেরে দেবে। মেয়েকে ধর্ষণ করা হবে। আতঙ্কে আছি।” অভিযুক্ত পক্ষের দাবি, তাঁরা যুবকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে, সে কথা বলতে গিয়েছিলেন। হামলা করা হয়নি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)