Advertisement
১৮ মে ২০২৪

শহিদের পরিবারের বাড়িতে বাম নেতৃত্ব

উরির সেনা ছাউনিতে জঙ্গি হানায় নিহত জওয়ান সাগরের ছেলে বিশ্বজিৎ ঘোড়ইয়ের বাড়ি গেল বাম পরিষদীয় দল। শুক্রবার দুপুরে সাগরের সূর্যবৃন্দা পাড়ায় বিশ্বজিতের বাড়িতে যান তাঁরা। ওই প্রতিনিধি দলে ছিলেন প্রাক্তন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়, সিপিএম বিধায়ক তথা দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য সুজন চক্রবর্তী, বিধায়ক তন্ময় ভট্টাচার্য-সহ কয়েকজন।

পাশে থাকার আশ্বাস। ছবি: শান্তশ্রী মজুমদার।

পাশে থাকার আশ্বাস। ছবি: শান্তশ্রী মজুমদার।

নিজস্ব সংবাদদাতা
সাগর শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৬ ০১:৩৫
Share: Save:

উরির সেনা ছাউনিতে জঙ্গি হানায় নিহত জওয়ান সাগরের ছেলে বিশ্বজিৎ ঘোড়ইয়ের বাড়ি গেল বাম পরিষদীয় দল। শুক্রবার দুপুরে সাগরের সূর্যবৃন্দা পাড়ায় বিশ্বজিতের বাড়িতে যান তাঁরা। ওই প্রতিনিধি দলে ছিলেন প্রাক্তন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়, সিপিএম বিধায়ক তথা দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য সুজন চক্রবর্তী, বিধায়ক তন্ময় ভট্টাচার্য-সহ কয়েকজন।

সুজনবাবু বলেন, ‘‘দেশরক্ষার জন্য যিনি শহিদ হলেন, তাঁকে যোগ্য সম্মান-মর্যাদা দেওয়া হচ্ছে কিনা, সেটা দেখা উচিত। আমাদের সাধ্যমতো চাঁদা তুলে ওই পরিবারকে ১ লক্ষ টাকা সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছি। তাঁরা সেটি নিতে সম্মত হয়েছেন।’’ একই সঙ্গে সূর্যবৃন্দা স্টপেজ থেকে শহিদ জওয়ানের বাড়ির সামনে দিয়ে যাওয়ার রাস্তা বিশ্বজিৎ ঘোড়ইয়ের নামে উৎসর্গ করার দাবিও করেছেন তিনি। বাম পরিষদীয় দলের প্রস্তাবকে স্বাগত জানিয়েছে শহিদের পরিবার। বিশ্বজিতের দাদা রণজিৎ বলেন, ‘‘ভাই চলে গেলেও সূর্যবৃন্দা গ্রামে তাঁর অনেক স্মৃতি রয়ে গিয়েছে। তাঁর নাম জড়িয়ে কিছু হলে আমরা আনন্দ পাব। ইতিমধ্যেই গঙ্গাসাগর পঞ্চায়েতের তরফে কপিলমুনির আশ্রম চত্বরে বিশ্বজিতের জন্য স্মৃতিস্তম্ভ নির্মাণের আশ্বাস দেওয়া হয়েছে। এ দিন বেলা একটা নাগাদ বামেদের প্রতিনিধি দল সূর্যবৃন্দা গ্রামে আসে। এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Uri attack Left front
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE