Advertisement
১৯ মে ২০২৪

‘লিঙ্ক’ নেই ব্যাঙ্কে, বিক্ষোভ গ্রাহকদের

কোথাও ব্যাঙ্ক অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার গুজবে আবার কোথাও দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও ‘লিঙ্ক’ না থাকায় টাকা তুলতে না পেরে সোমবার গোলমাল হল উত্তর ২৪ পরগনার দেগঙ্গা এবং বসিরহাটের দু’টি ব্যাঙ্কের সামনে।

ব্যাঙ্কের সামনে লাইন। বনগাঁয় তোলা নিজস্ব চিত্র।

ব্যাঙ্কের সামনে লাইন। বনগাঁয় তোলা নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
বনগাঁ ও বসিরহাট শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০১৬ ০০:৫২
Share: Save:

কোথাও ব্যাঙ্ক অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার গুজবে আবার কোথাও দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও ‘লিঙ্ক’ না থাকায় টাকা তুলতে না পেরে সোমবার গোলমাল হল উত্তর ২৪ পরগনার দেগঙ্গা এবং বসিরহাটের দু’টি ব্যাঙ্কের সামনে।

এ দিন বিকেলে টাকা তুলতে না পেরে ম্যানেজার-সহ ব্যাঙ্ক কর্মীদের আটকে ব্যাঙ্কের দরজায় তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা। ঘটনাটি ঘটে বাদুড়িয়া থানার কাটিয়াহাটে এসবিআই শাখার সামনে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন বিকাল সাড়ে ৩টে নাগাদ ব্যাঙ্ক কর্তৃপক্ষ গ্রাহকদের জানান, কম্পিউটারের ‘লিঙ্ক’ নেই তাই টাকা দেওয়া সম্ভব হচ্ছে না। এরপর লাইনে দাঁড়ানো গ্রাহকদের একাংশ ব্যাঙ্কের সদর দরজায় তালা দিয়ে দেয়। বিক্ষোভকারীদের মধ্যে শৈল শীল, রমেন বৈদ্যদের ক্ষোভ, ‘‘কিছু হলেই ব্যাঙ্ক থেকে বলা হচ্ছে লিঙ্ক নেই। সেই কারণে ব্যাঙ্কে জমানো টাকা তুলতে পারছি না। এ দিন যেরকম লাইন ছিল সেই অনুযায়ী টোকেন দিতে বলা হলে ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়ে দেন, টোকেন দেওয়া সম্ভব নয়। তাই বিক্ষোভ দেখানো হয়েছে।’’ ব্যঙ্ক কর্তৃপক্ষের অবশ্য দাবি, টোকেন দেওয়া নিয়ে আগে গোলমাল হয়েছে। তাই টোকেন দেওয়া হয়নি। পরে পুলিশের হস্তক্ষেপে ব্যাঙ্ক কর্তৃপক্ষ টোকেন দেওয়ার প্রতিশ্রুতি দিলে স্বাভাবিক হয় পরিস্থিতি।

এ দিনই সকাল ১১টা নাগাদ দেগঙ্গা থানার পাথরঘাটা এলাকায় পঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্কের (পিএনবি) শাখার সাটার নামিয়ে বিক্ষোভ দেখান গ্রাহকদের একাংশ। তাঁদের অভিযোগ, ওই শাখাটি অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। খবর পেয়ে পুলিশ গিয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে। তারপর পুলিশের পক্ষ থেকে গ্রাহকদের জানানো হয়, ব্যাঙ্ক সরিয়ে নিয়ে যাওয়ার কোনও সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Link failed bank
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE