কাকদ্বীপে বড় রাস্তার ধার থেকে মদের দোকান সরিয়ে নেওয়ার আবেদন পড়তে শুরু করল আবগারি দফতরে।
মহকুমার চারটি ব্লকে মোট ২৫টি মদের দোকান রয়েছে। তার মধ্যে ১৫টি পড়েছে জাতীয় সড়কের ধারে। মহকুমা আবগারি কমিশনার প্রভাসচন্দ্র বালা জানিয়েছেন, সব দোকানকেই জানিয়ে দেওয়া হয়েছে, সেগুলি সরিয়ে নেওয়ার জন্য আবেদন করতে। শুক্রবারের মধ্যে ৪টি আবেদনপত্র জমা পড়েছে।
আবগারি অফিসারদের কাছ থেকে জানা গিয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ থাকলেও মহকুমা স্তরে এখনও রাস্তার ধারের মদের দোকান বন্ধ করে দেওয়ার কোনও নির্দেশ আসেনি। নির্দেশ এলেই সেগুলি বন্ধ করা হবে বলেও জানিয়েছেন তাঁরা। সুপ্রিম কোর্টের নির্দেশের খবর পেয়ে মালিকেরা নিজেরাই সেগুলি বন্ধ করে দিয়েছিলেন। বৃহস্পতিবার থেকে নিজেরাই আবার সেগুলি খুলতে শুরু করেছেন।