দক্ষিণ ২৪ পরগনার ফলতা থানার মল্লিকপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক যুবকের। সোমবার সকালে মালবোঝাই লরির ধাক্কায় মৃত্যু হয় আতাবুর শেখ নামে ওই যুবকের। তাঁর বয়স ২৪ বছর। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তাঁর ভাই শাহজাদা শেখ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রামনগর থানার নুরপুরের দেওয়ানতলায় থাকেন আতাবুর এবং শাহজাদা। প্রতিদিনের মতোই তাঁরা সোমবার সকালে বাইকে চেপে বজবজের জুট মিলে কাজে যাচ্ছিলেন। পথে মল্লিকপুর মোড়ে একটি লরি তাঁদের বাইকে ধাক্কা মারে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লরিটি নিয়ন্ত্রণ হারিয়েছিল।
আরও পড়ুন:
স্থানীয়েরা দুই ভাইকে উদ্ধার করে ডায়মন্ড হারবারের সরকারি হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক আতাবুরকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আহত শাহজাদা বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। আতাবুরের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। লরি চালকের বিরুদ্ধে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে ফলতা থানার পুলিশ।