গাছের গুঁড়ি ফেলে চলছে অবরোধ। ছবি: শান্তনু হালদার।
যাত্রিবাহী বাসের ধাক্কায় মৃত্যু হল এক মোটর বাইক চালকের। ওই ঘটনার পরে উত্তেজিত জনতা প্রায় ২ ঘণ্টা ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। সোমবার সকাল সাড়ে ৯টা নাগাদ ঘটনাটি ঘটেছে অশোকনগর থানার ৫ নম্বর বিটি কলেজ মোড়ের কাছে যশোর রোডে।
পুলিশ জানিয়েছে, মৃতের নাম শুভঙ্কর মিস্ত্রি (২৬)। বাড়ি স্থানীয় আশরাফাবাদ এজি কলোনি এলাকায়। পুলিশ বাসটি আটক করেছে। চালকও ধরা পড়েছে। ঘটনার পরে উত্তেজিত জনতা গাছের গুঁড়ি ফেলে প্রায় দু’ঘণ্টা যশোর রোড অবরোধ করেন। যানজট তৈরি হয়। অবরোধকারীদের দাবি, ওই এলাকায় বেপরোয়া যান চলাচলের জন্য প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এখানে ট্রাফিক পুলিশ মোতায়েন করতে হবে। গাড়ির গতি নিয়ন্ত্রণের জন্য হাম্প তৈরিরও দাবি ওঠে। স্থানীয় একটি কলেজে পড়ুয়ারাও একই দাবিতে ঘটনাস্থল থেকে সামান্য দূরে অবরোধে বসেছিলেন।
পুলিশ গিয়ে প্রথমে অবরোধ তুলতে ব্যর্থ হয়। পরে অশোকনগর-কল্যাণগড়ের পুরপ্রধান প্রবোধ সরকার ঘটনাস্থলে গিয়ে এক সপ্তাহের মধ্যে সড়কে যানের গতি নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করার আশ্বাস দিলে অবরোধ ওঠে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুভঙ্কর এ দিন বাইক চালিয়ে স্কুল থেকে ভাইজিকে আনতে যাচ্ছিলেন। পিছনে থেকে বনগাঁ-দক্ষিণেশ্বর রুটের একটি বাস তাঁকে ধাক্কা মারে। মাথায় হেলমেট ছিল শুভঙ্করের। স্থানীয় এক ভ্যান চালক চিৎকার করে বাসটি থামানোর চেষ্টা করলেও বাসের চাকা তাঁর মাথার উপর দিয়ে চলে যায়। অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন ওই যুবককে।