দাদার বিপুল ঋণের বোঝা ভার সইতে না পেরে নিজেকে শেষ করে দিলেন ভাই। মঙ্গলবার সকালে দক্ষিণ ২৪ পরগনার কুলপি থানার করঞ্জলী এলাকায় বাড়ি থেকে তাঁর দেহ উদ্ধার করে পরিবার। ওই নিয়ে সকাল থেকে উত্তেজনা এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম মহাদেব হালদার। বয়স ৩৫ বছর। সকালে নিজের ঘর থেকে মহাদেবের ঝুলন্ত দেহ উদ্ধার করেন পরিবারের লোকজন। পরিবারের দাবি, পারিবারিক কোনও অশান্তি ছিল না। তবে ‘পলাতক’ দাদার ঋণের চাপে নিজেকে শেষ করে দিয়েছেন মহাদেব।
জানা গিয়েছে, মহাদেবের দাদা গোষ্ঠ হালদার দীর্ঘ দিন ধরে এলাকার বিভিন্ন ব্যক্তির কাছ থেকে সবমিলিয়ে প্রায় ২৫ লক্ষ টাকা ধার নিয়েছিলেন। সেই টাকা শোধ না করে তিনি বহু দিন ধরে ফেরার। দাদার খোঁজ না পেয়ে পাওনাদারেরা ভাইকে চেপে ধরেন। টাকার জন্য সকলে মিলে মহাদেবের উপর চাপ দিচ্ছিলেন বলে অভিযোগ।
আরও পড়ুন:
পরিবারের দাবি, দাদার করে যাওয়া ঋণের চাপে এবং মানসিক যন্ত্রণায় আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন মহাদেব। সেই কারণে মঙ্গলবার সকালে নিজের ঘরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন তিনি। খবর পেয়ে মহাদেবের বাড়িতে যায় পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে তারা। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের হওয়ায় ঘটনার তদন্ত শুরু করেছে কুলপি থানার পুলিশ। দাদার খোঁজে তল্লাশিও চলছে বলে পুলিশ সূত্রে খবর।