স্ত্রীর সঙ্গে সম্পর্ক রয়েছে, এই সন্দেহে প্রতিবেশী যুবককে কাঁচি দিয়ে ক্ষতবিক্ষত করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাস্থল হাওড়ার বাঁকড়া। জখমের নাম মহম্মদ সারোয়ার। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে।
পুলিশ সূত্রে খবর, বাঁকড়ার পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা শেখ শাহরুখ দর্জির কাজ করেন। ৯ বছর আগে তাঁর বিয়ে হয়েছে। কাজের সূত্রে আগে মুম্বইয়ে ছিলেন। বছর দুয়েক হল বাড়িতেই রয়েছেন। সম্প্রতি বাড়ি ফেরার পর তাঁর সন্দেহ হয় যে, স্ত্রী পরকীয়া করছেন। সেটাও আবার পরিচিত এক যুবকের সঙ্গে। তাঁর নাম সারোয়ার। বাড়ি ওই এলাকাতেই।
সোমবার দুপুরে সারোয়ারকে দেখে শাহরুখ তাঁর উপর অতর্কিত হামলা চালান বলে অভিযোগ। কাপড়় কাটার কাঁচি নিয়ে ক্ষতবিক্ষত করেন প্রতিবেশীকে। ওই যুবকের চিৎকার-চেঁচামেচিতে স্থানীয়েরা দৌড়ে যান। সারোয়ারকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যান তাঁরা। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন ওই যুবক। স্থানীয়দের দাবি, অশান্তি এবং হামলার মুহূর্ত ধরা পড়েছে সিসি ক্যামেরায়।
আরও পড়ুন:
অভিযুক্তের পরিবারের লোকজন জানাচ্ছেন, মাস ছয়েক ধরে স্ত্রীকে সন্দেহ করতে শুরু করেন ওই দর্জি। তাঁর ধারণা, প্রতিবেশীর সঙ্গে তাঁর স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে। এ নিয়ে কিছু দিন ধরে স্ত্রীর সঙ্গে মন কষাকষি, ঝগড়া চলছিল। তার পরেই দুপুরের এই ঘটনা। বাঁকড়া থানার পুলিশ অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করেছে। তবে হামলা চালানোর পর অভিযুক্ত পলাতক। তাঁর মা বলেন, ‘‘বৌমাকে সন্দেহ করত ছেলে। সরোয়ারের সঙ্গে ওর সম্পর্ক আছে বলে সন্দেহ করত।’’ সারোয়ারের আত্মীয়ের দাবি, সমস্ত অভিযোগই ভিত্তিহীন। এমন কোনও সম্পর্ক নেই দু’জনের। স্রেফ সন্দেহের বশে মারাত্মক কাজ করেছেন শাহরুখ। এতে তাঁর জীবন যেতে পারত।