Advertisement
০৩ মে ২০২৪
Protest of Mid Day Meal Workers

মিড-ডে মিল কর্মীদের বিক্ষোভ

দক্ষিণ ২৪ পরগনা জুড়েই বিক্ষোভ দেখাচ্ছেন মিড-ডে মিলের কর্মীরা। অভিযোগ, দীর্ঘদিন ধরে সঠিক সময়ে বেতন পাচ্ছেন না তাঁরা।

কাকদ্বীপ বিডিও অফিস চত্বরে মিড ডে মিল কর্মীদের বিক্ষোভ।

কাকদ্বীপ বিডিও অফিস চত্বরে মিড ডে মিল কর্মীদের বিক্ষোভ। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কাকদ্বীপ শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৩ ০৯:১৪
Share: Save:

বেতন বৃদ্ধি-সহ একাধিক দাবি জানিয়ে বিক্ষোভ দেখালেন মিড-ডে মিলের কর্মীরা। মঙ্গলবার দুপুরে কাকদ্বীপের চৌরাস্তা থেকে বিডিও অফিস পর্যন্ত মিছিল করেন তাঁরা। সারা বাংলা মিড-ডে মিল কর্মী ইয়উনিয়নের প্রতিনিধি দল কাকদ্বীপ বিডিও-র কাছে স্মারকলিপি জমা দেন। দক্ষিণ ২৪ পরগনা জুড়েই বিক্ষোভ দেখাচ্ছেন মিড-ডে মিলের কর্মীরা। অভিযোগ, দীর্ঘদিন ধরে সঠিক সময়ে বেতন পাচ্ছেন না তাঁরা। বেতন বাড়ানোর দাবিও গ্রাহ্য হয়নি। পাশাপাশি বছরে ২৪ দিন সবেতন ছুটি, গ্রীষ্ম ও শীতকালের জন্য দু’ধরনের দু’ সেট পোশাক প্রদান, তাঁদের সরকারি কর্মচারী হিসেবে গণ্য করার দাবি তোলা হয়। ইউনিয়নের সম্পাদক শম্পা পাল মণ্ডল বলেন, ‘‘এই বিক্ষোভ আমাদের বাঁচার লড়াই। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।’’ এ বিষয়ে কাকদ্বীপের বিডিও ঋক গোস্বামীর সঙ্গে ফোন ও মেসেজের মাধ্যমে যোগাযোগ করা হলে তিনি কোনও মন্তব্য করেননি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

kakdwip
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE